বৃষ্টির ছন্দ, বৃষ্টি নিয়ে ছোট্ট ছোট্ট ছন্দ এসএমএস

বৃষ্টির দিনের এসএমএস rainy day sms
@
@
@
কদমে কদমে ভরে গেছে চার পাশ
এলো বুঝি বরষার মাস।
নদি নালা থৈ থৈ বন্দু তুমি আছো কই।
মাঝে মাঝে সূর্য দেয় উুকি ঝুকি।
সাথি তুমি আমাকে দিচ্ছ নাকি ফাকি
@
@
@
আজ বরষা এলো
ফরসা আকাশ মেঘলা হলো।
নামছে এখন বৃষ্টি
আমার কথা মনে পড়লে
তুমি জানালায় রাখো দৃষ্টি।
@
@
@
টিপ টিপ বৃষ্টি পরে
একা বসে আছি আমি ঘরে।
তুমি আছো কেমন করে
জানাও আমায় এসএমএস করে।
তোমার কথা মনে পরায়
এসএমএস দিলাম সেন্ট করে।
@
@
@
কাদো কাদো তোমার কন্ঠে যখন
বলবে ভয় পেয়েছি আমি।
তখন তোমায় আলতো ছুঁয়ে বলবো
বৃষ্টি র ছন্দে হারানো তুমি সেই আমার রাজকুমারী।
@
@
@
মেঘের এই গর্জন শুনে যখন
জড়িয়ে ধরবে আমায়।
বলবো আমি ভয় পেয়ো না গো
পাশে আছি তোমার।
@
@
@
বৃষ্টি ভেজা পায়ে
যখন সামনে আসবে তুমি।
তোমার উদাস চাহনি দেখে
তাকিয়ে থাকবো আমি
@
@
@
টিপ টিপ বৃষ্টি
ঝরছে অঝোর ধারায়।
মনটা আমার ভাসিয়ে দিলাম
তোমার নীল আকাশের ভেলায়।
@
@
@
বৃষ্টি ঝুম ঝুম শব্দে যখন
ভাঙ্গে আমার ঘুম।
এমন সময় রাজকুমারী তুমি এসে
কপালে একো চুমো।
@
@
আমার আকাশে আজ সারাদিন বৃষ্টি
তোমার আকাশে ও কি তাই।
বৃষ্টি পাগলি তুমি কিচ্ছু বোঝো না কেনো
তোমাকে যে আমি কতো টা চাই।
@
@
@

বৃষ্টির রিম ঝিম শব্দ শুনে খিলখিলিয়ে যেন হেসে উঠেছিল পাশের ফুলবাগানের ফুল আন্দন্দে আত্মহারা হয়ে দুলে দুলে বলেছিল যেন, আর করো নাক কোন ভুল..
@
@
@

ঝুম বৃষ্টি যেন রিনিঝিনি নুপুরের ধ্বনি মন পাগল করা অপরূপ সৃষ্টি । উদাস হয়ে শুধুই তাকিয়ে থাকা ভেতরটা আজ কেন এত লাগে ফাঁকা লাগে বিন্নি।
@
@
@
আমাদের টিনের চাল গড়িয়ে টুপটাপ টুপটাপ বৃষ্টির ফোঁটা বাড়িয়ে দিয়ে হাত. লাগাই ছোঁয়া. শীতল পরশেঅনুভূতিতে স্মৃতিতে আজ সব কিছু্ই লাগে যেন ধোঁয়া ধোঁয়া
@
@
@

বৃষ্টি ভেজা দিনে বৃষ্টি ভেজা কিরণ নিত্য নতুন আনন্দে তাকেই করি বরণ । বলো কাকে
হা হা হা বলতে পারলে না তোমাকে।
@
@
@

মেঘলা দিনের ঠান্ডা হাওয়া রিমঝিম বৃষ্টির বেলা মনে পড়ে যায় তোমার আমার সেই দিনগুলি শৈশবে বৃষ্টি নিয়ে খেলা
@
@
@

Table of Contents

About Post Author

Related posts