ও মাইয়া ও মাইয়া তোকে অনেক বেশি বিশ্বাস করে ছিলাম রে,এটাই আমার বড় অপরাধ ছিল রে কিন্তু এই অপরাধের শাস্তি এত কঠিন হবে যে রে রে রে তুই আমার কল্পনার অপরাধি রে। তুই বড় সুখে থাক রে রে রে
ও মাইয়া অপরাধী হলাম শুধু তোমাকে ভালবেসে । দুঃখের মাঝে রয়েছি মিশে। মন চায় দেখতে তোমার মুখের ঐ হাসি। তাইতো এতো কষ্ট পাবার পরেও অপরাধি মাইয়া তোরে ভালবাসি।
ওই অপরাধি মাইয়া সাথি তুই ধোঁকা দিতে পারোস, কিন্তু ভাবলি শাহিন বোকা ছিলো। মনে রাখবি শাহিন রানা জিবন তোমাকে বিশ্বাস করে ছিলো। কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য রাখলিনা অপরাধি মাইয়া সাথি।
মিঠা, মিঠা কথা কইয়া, দিন কাটাইছ মনো নিয়া।। কান্দি তোমার কাঙাল হইয়া তুমি পাশে নাই।। মনে সুখ নাইরে আমার প্রাণে সুখ নাই।। অপরাধি কইরা মোরে পলাইলি কই প্রাণবন্ধুরে খুইজা নাহি পাই মনে সুখ নাইরে আমার প্রাণে সুখ নাই।
আম কাছে আম ধরে,নারকেল কাছে ডাব| ছেলেদের কাছে মিস কল মারা মেয়েদের স্বভাব| কাজের শক্তি গাছের শিকড়, লতা পাতা,, মাছের জীবন পানি
পথিবীর সব সুখ তখনি নিজের বলে মনে হয় যখন ভালবাসার মানুষটি ভালবেসে পাশে থাকে আর তখনি নিজেকে ভাগ্যবান বলে মনে হয়, যখন ভালবাসার মানুষটি কথা দিয়ে কথা রাখে বিশ্বাস দিয়ে বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে
যাবে কি পুকুর পাড়ে রাতের বেলায়, দুজন মিলে জোস্না ছুঁবো তারার মেলায়, তোমার কোলে মাথা রেখে দেখবো ওই চাঁদ, ভালোবেসে কাটিয়ে দেব সাথি আমরা সারা নিশি রাত