1)এই মনে মাঝে মাঝেই এক সমুদ্র কষ্ট আসে, কষ্ট পাওয়া স্মৃতি গুলো চোখে ভাসে, বিষাক্ত ছোবল মারে মনের ক্যানভাসে। তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে
2)আমার নেই কোন কল্পনা আজ তোমায় নিয়ে, নেই কোন প্রার্থনা আজ তোমায় চেয়ে, নেই কোন কামনা তোমায় সাজিয়ে, নেই কোন প্রেরণা তুমি কোথায় হারিয়ে
3) সন্ধ্যার আকাশের তারা মত জ্বলে আবার নিভে গেলি তুই, কাছে এসে, ভালবেসে কেন হয়ে ছিলে একে, একে দুই।
4) সময় জুড়ে শুধু শুন্যতা, নীরবে ছুঁয়ে থাকে, ভুলেও আমি ভাবিনি, হারাবো কখানো তোমায় এভাবে আমি শাহিন রানা জীবন
5) প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু কষ্ট রয়েছে। কেউ সেই কষ্ট দূর করতে পারে, আবার কেউ পারেনা। কেউ সেই কষ্টকে দূরে ফেলে, জীবনটাকে উপভোগ করতে পারে, আবার কেউবা সেই কষ্টকে আকড়ে ধরে, জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে
6) তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি, তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর। জানারউপায়.ডটকম
7) কাউকে ভাল লাগার পূর্বে হাজার বছর দূরে থাকা যায়। কিন্তু, কাউকে ভাল লাগার পরে এক মূহুর্ত দূরে থাকা যায় না। (সাথী)
8) পাখি তুই বুঝলি নারে আমার মনের কথা । বুঝার মতো হয়নি তর ক্ষমতা । বুঝবি সেদিন যে দিন আমি থাকবো না যাবো মরে । তখন সারাজীন কেদে যাবে পাবেনা আমায় ।
9) তুমি একটা দিনও ভালবাসো নি আমায় । যত পেরেছো কষ্ট দিয়োছো সবিই সহ্যে নিয়েছি আমি । শুধু কোনো একদিন ভালবাসবে আমায় । সেই আশায় । তুমি ভালবাসো আর না বাসো তবুও তোমাকে পাশে রাখতে যত কষ্ট হইক সবিই সহ্যে নিবো আমি ।
10) সাথি কি অপরাধ ছিলো আমার? খুব বেশি ভালোবেসে ছিলাম, এটাই কি ছিলো অপরাধ? কেনো আমার জীবন টা নিয়ে খেলা করলে এ রকম? পৃথিবীতে নাকি দুইটা জিনিস পাওয়া খুব কষ্ট সাধ্য।১:) মনের মানুষ।২:) মানুষের মন। সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে। (জীবন সাথী)
11) কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন. তারার সাথে থাকি আমি, চাঁদের পাশাপাশি, আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি শাহিন রানা জিবন
12) যদি দূ:খ দাও তবে মনে করবো তোমার ভালোবাসা ছিলো মিথ্যা কিন্তু এত দু:খ দিয়েছো আমায় ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছো মাটির কবরে ।
13) জানি সাথী তুমিও একা, আমিও একা. পার্থক্য হলো শুধু আমি কাঁদি, তুমি কাঁদোনা ! তুমি ভাল আছো, আমি ভাল নাই.
14) ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা.সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা.ছিরতে পারিনিআমার মনের পাতা.যেখানে জমে আছে আছে জীবনের অনেক ব্যাথা
15) একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে. একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে.একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে! একটা জীবন শেষ হয়ে যায় একটু Ovimane,
16) kosto তো কষ্টই থাকে। কিন্তু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয় মনে হয়,যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়। আবার,সকল কষ্টকেই তুচ্ছ মনে হয়,যখন সেই কষ্ট দেবার মনুষটিই ভালোবেসে জন বলে ডাকে।
17) ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য, Sisir Veja ফুলের মত পবিত্র. কিন্তু সময়ের কাছে পরাজিত, বাস্তবতার কাছে অবহেলিত
18)সবার জীবনে অনেক কিছু চাওয়ার থাকে,অনেক কিছু পাওয়ার থাকে । But সব কিছু পাওয়া যায় না ॥ আর যা কিছু পাওয়া যায় তার মাঝে-ইনা পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় ॥এই বাস্তবতা কে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে.
19) কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার ক্ষমতা আমার নাই॥ দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা বইবার ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥
20) তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে’কিন্তু তুমি কাঁদলে কেউ তোমারসাথে কাঁদবেনা’মানুষকে কাঁদতে হয় একা একা.
21) পাথর চাপা কষ্ট বুকে, কষ্টেরকথা বলি কাকে? যারকারনে নিস্ব হলাম, সেইতো আছে বেশ সুখে, আর আমারকথা ভুলেই গেছে নাকি
22) কাউকে ভালবাসি বোঝানোর, সবথেকে বড় অনূভুতি হলকান্না করা,কারণযার জন্য কান্না আসে না ,তার প্রতি কখনও ভালবাসাথাকে না,জোর করে হাসা যাবে কিন্তুকান্না করা যাবে না
23) মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ,যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে
24) তুমি ভূল করেও, ভূল করোনি,তাই আমি অপরাধী।তুমি পথ দেখিয়েও, পাশে হাটনি,তাই এখন আমি একলা হাটি।