জেনে নিন 2010 থেকে 2019 সালের মধ্যে SSC তে GPA -5 পাপ্ত সকল শিক্ষার্থীদের ফ্রি টেলিটক_”আগামী” সিমের রেজিষ্টেশন চলছে [আবেদনের নিয়মাবলি দেখে নিন তারাতাড়ি]
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপরেটর টেলিটক দিচ্ছে এস এস সি-তে জিপিএ-5 প্রাপ্ত সেই মেধাবী সেরাদের মাঝে অনন্য উপহার – ফ্রি সিম , বান্ডল আফার ও সর্বনিম্ন কলরেটের সুবিধা সহ টেলিকট “আগামী” প্যাকেজ। 2010 সাল থেকে টেলিটকের আগামী সিমটি ফ্রিতে প্রদান করা হচ্ছে। 2010 থেকে বর্তমান 2019 সালের মধ্য যারা এস এস সিতে GPA-5 পেয়ে এ সিম টি উত্তলোন করতে পারেন নি বা করেন নি তারা “আগামী ” সিমটির জন্য আবেদন করতে পারবেন। এ সিমটি শুধু মাত্র শিক্ষার্থীদের জন্য ।
যে কোন Teletalk নাম্বর থেকে এস এম এস এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।
SMS Registration Rule: write AGAMI [space] SSC_Board (first 3 letters)
[space] SSC_Roll [space] SSC_Passing_Year [space]
contact_No(যে কোন অপারেটর)
[space]CC_Code(Optional) পাঠিয়ে দিন
16222 নাম্বারে ।যেকোন Teletalk
prepaid নাম্বার দিয়ে ।
Example: AGAMI RAJ 123467 2019
017******** 160
নিজ এলাকার CC Code যানতে পারবেন
Download Link থেকে Downlod Cc Code এ আপনার এলাকার CC কোড পাবেন।আথবা Teletalk নম্বর থেকে AGAMI HELP CC District Name পাঠিয়ে দিন 16222 নাম্বারে Sms করলে Cc কোড জানা যাবে।
2. ফিরতি Sms এ Comfirmation Messege পাবেন।
যেমনঃ congratulations! MD….. SSC Board : RAJSHAHI Roll: 123467 Year 2019 , CC Name : Bogra , ….. etc.
যদি ছাত্রছাত্রী Nid Card না থাকে তাহলে পরিবেরেরর অন্য কেউ রেজিষ্টেশন করে নিতে পারবে।
সিম উত্তলনের জন্য যে কাস্টম কেয়ার নিরর্ধারতিত হবে সে কাস্টম কেয়ারে সিমটি উত্তলোন করতে পারবেন।
টেলিটকের সাইট Download Link থেকে User Registration Form ডাউনলোড করে পূরণ করবেন অথবা , যে কোন কাস্টম কেয়ারে পাবেন।
সিম উত্তলনের নিদিষ্ট পারিখে যা নিতে হবেঃ
ক। টেলিটক কর্তৃত সিম উত্তলনের Message ।
খ। SSC এ্যাডমিড কার্ড/সার্টিফিকেট / মার্কসিট এর মূল কপি & ফটো কপি।
গ। যার নামে সিম রেজিঃ করবেন তার জাতীয় পরিচয়ের এক কপি ফটোকপি & 2 কপি ছবি।
ঘ। যার নামে সিম রেজিঃ করবেন তাকে।
বিঃ দ্রঃ সিম প্রদানের সময় , তারিখ স্থান এস এম এস এর মাধ্যমে পরবর্তীতে পাবেন।
ভালো লাগলে লাইক , কমেন্ট এবং শেয়ার করে সবাইতে জানিয়ে দিন সবাইকে।