জুম্মা মোবারক এসএমএস, জুম্মা SMS, প্রবিত্র জুম্মা মেসেজ

জুম্মা মোবারক এসএমএস, জুম্মা SMS, প্রবিত্র জুম্মা মেসেজ

শুভ পবিত্র জুম্মার দিন উপলক্ষে আপনি নিচের মতো কিছু সুন্দর জুম্মা মোবারক এসএমএস, জুম্মা SMS, ও জুম্মা বার্তা পাঠাতে পারেন। এইসব বার্তা আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বা এসএমএসের মাধ্যমে পাঠাতে পারেন প্রিয়জনকে।

জুম্মা মোবারক এসএমএস (Jumma Mubarak SMS in Bengali):
1. “আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, এই জুম্মার বরকতে আমাদের হিদায়াত দিন। জুম্মা মোবারক!

2. জুম্মার দিনের আলো আপনার জীবনকে আলোকিত করুক। দোয়ার মাঝে রাখবেন। জুম্মা মোবারক!

3. জুম্মা এসেছে রহমত ও বরকতের বার্তা নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জুম্মা মোবারক!

4. পবিত্র জুম্মা আমাদের জীবনে নিয়ে আসুক শান্তি, ঈমান ও ভালোবাসা। জুম্মা মোবারক!

পবিত্র জুম্মা মেসেজ (Pobitro Jumma Message):
5. “জুম্মার দিন দোয়া কবুলের দিন। তাই এই দিনে বেশি বেশি ইবাদত করি। আল্লাহর রহমত বর্ষিত হোক আমাদের জীবনে। জুম্মা মোবারক

6. জুম্মা মানে দোয়ার দিন, ইবাদতের শ্রেষ্ঠ সময়। এই দিনে বেশি বেশি দরুদ ও তাওবা করুন। আল্লাহ কবুল করুন।

7. আল্লাহর নিকট সব ভুল ক্ষমা পাওয়ার উত্তম দিন পবিত্র জুম্মা। ভালো থাকুন, নিরাপদ থাকুন। জুম্মা মোবারক।

ইসলামিক দোয়া ও বার্তা (Islamic Jumma Quotes & Duas):
8. হে আল্লাহ, আমাদের ঈমান মজবুত করুন, গুনাহ মাফ করুন এবং জান্নাত দান করুন। জুম্মা মোবারক।

9. আল্লাহর ঘর জুম্মার নামাজে ভরিয়ে তুলি, যেন এই দুনিয়া ও আখিরাতে শান্তি পাই। জুম্মা মোবারক।

জুম্মা মোবারক এসএমএস, জুম্মা SMS, প্রবিত্র জুম্মা মেসেজ

10. একটি দোয়া – হে আল্লাহ, যাকে এই বার্তা দিচ্ছি তাকে তুমি জান্নাত দান করো। জুম্মা মোবারক।

11. গেল রাত এল দিন, ফিরে এল জুম্মার দিন। জুম্মার সময় করবেনা লসস, জুম্মার নামাজ গরীবদের হজ্জ। জলদি যাও নামাজ পরতে, গুরুত্ত দাও এই দিনটাকে। হেপ্পী জুম্মাহ মোবারক।

11. একটি মশার ভয়ে যদি অপনি মাশারির ভিতরে ঢুকতে পারেন, তাহলে কনো দোজকের আগুনের ভয়ে মসজিদে যেতে পারবেন না

12. ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ কে আমি বড় ভালবাসি, নদীর ঢেও পাখির গান কুরআন আমার সংবিধান সবুজ শেমল রুপে ঘেরা ইসলাম ধর্ম সবার সেরা।

আসুন আজ আমরা জেনে নেই পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়?
13. (১)ফজরের নামাজ না পড়লে, চেহারার উজ্জ্বলতা কমে যায়।
(২)যোহরের নামাজ না পড়লে, রুজির বরকত কমে যায়।
(৩)আসরের নামাজ না পড়লে, শরীরের শক্তি কমে যায়।
(৪)মাগরিবের নামাজ না পড়লে, সন্তানআদি উপকারে আসবে না।
(৫)এশার নামাজ না পড়লে, নিদ্রায় পরিতৃপ্তি আসবে না।

14. জুম্মার দিন খুৎবা শুনা ওয়াজিব। দয়া করে, খুৎবার সময় কথা বলবেন না। জুম’আর খুৎবা দুইটি, মনে রাখবেন।

15. নতুন আশা, নতুন দিন, আজকে হল জুমার দিন। লাগছে ভাল ছাড়বো ঘর, মসজিদে যাবো ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো। সকলকে জুম্মা মোবারক।

16. মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই,চোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপনহবে নামাজ,রোজা অন্ধাকার কবর।

About Post Author

Related posts