ছেকা খাওয়া কষ্টের এসএমএস, কষ্ট দেওয়ার SMS

ছেকা খাওয়া কষ্টের এসএমএস, কষ্ট দেওয়ার SMS

ছেকা খাওয়া ও কষ্ট পাওয়ার অনুভূতি নিয়ে কিছু হৃদয়স্পর্শী বাংলা এসএমএস দেওয়া হলো, যা আপনি স্ট্যাটাস বা মেসেজ হিসেবে ব্যবহার করতে পারেন:

Ak বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই। শাহিন রানা জীবন

যাকে ভালোবাসি সে ভালোবাসে না,
আর যাকে বাসে, তাকে আমি দেখি না।

তুই যদি কষ্ট দিতি একবারই,
চলে যেতাম চুপচাপ…
কিন্তু তুই কষ্টকে অভ্যাস বানিয়ে দিলি

নিরবে ভিজে যায় চোখের পাতা
কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা
জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন
আমার এই জীবনে কি আসবে না সূখের দিন ।সাথী হারা শাহিন রানা জীবন

কান্নার জল সবাই দেখে
হৃদয়ের কষ্ট কেও দেখেনা
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে
কিন্তূ না পাওয়ার
বেদনা সারাজীবন এ ও ভুলা যায়না কেমন।

ভালোবেসে কষ্ট পাই, তবু তোর কাছ থেকে দূরে থাকতে পারি না।

জীবনে অনেক কিছু চাওয়ার থাকে
অনেক কিছু পাওয়ার থাকে
কিন্তু সব কিছু পাওয়া যায় না
আর যা কিছু পাওয়া যায় তার মাঝে-ইনা
পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়
এই বাস্তবতা কে মেনে নিয়ে
আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে ,শাহিন রানা

তুমি ভূল করেও ভূল করোনি
তাই আমি অপরাধী।
তুমি পথ দেখিয়েও
পাশে হাটনি
তাই এখন আমি একলা হাটি

ছেকা খাওয়া কষ্টের এসএমএস, কষ্ট দেওয়ার SMS

তুমি হয়তেো কাউকে পেয়ে সুখি
আমি হয়তো তোমাকে হারিয়ে দুঃখী
কিন্তু তোমার আর আমার মাঝে
পার্থক্য শুধু এটাই তুমি অভিনয়
করে জিতেছো
আর আমি ভালবেসে হেরেছি

কাঁদবে কি তখন ?
চির নিদ্রায় ঘুমাবো যখন
মনে রাখবে কি তখন ?
না ফেরার দেশে চলে যাবো যখন
ডাকবে কি তখন ?
তোমার ডাকে সাড়া দিবনা যখন।

কিছু কিছু কথা আছে বলতে পারিনা
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা
এমন কিছু ফুল আছে তুলতে পারিনা
আর এমন1ta মনের মানুষ
আছে ভূলতে পারিনা #সাথী

নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপী হয়ে যাবো
ভাবিনি এই পৃথিবীতে এতো কষ্ট পাবো
বন্ধু বলো বান্ধব বলো কেউই আপন নয়
ক্ষনিকের এই পৃথিবীতে সবই অভিনয়

গোলাপ যদি সুন্দরহয়
গাছে এতো কাটা কেন
মণি যদি মুল্যবান হয়
বিশাক্ত_সাপেরমাথায় কেন
ভালবাসা যদি সর্গহয়
তাহলে এতো কষ্ট কেন

ছেকা খাওয়া কষ্টের এসএমএস, কষ্ট দেওয়ার SMS

কিছু রাত কেটে যায় সপ্ন বিহিন
কিছুআশা ভেঙ্গে যায় নিরবে
কিছুস্রিতি কাদিয়ে যায় আরালে
কিছু মানুষদুরে হারায় কিছু না বলে

পাথর চাপা কষ্ট বুকে
কষ্টেরকথা বলি কাকে ?
যারকারনে নিস্ব হলাম
সেইতো আছে বেশ সুখে
আর আমারকথা ভুলেই গেছে

আসবি তুই কবে?
পাগলি তুই ফিরে
যদি কখনো আসিস ফিরে
রাখব তোকে অনেক সুখে
তুই সুখে থাকবি আর
আমায় ভালোবাসবি।পাগলি তুই ফিরে আয়

এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই
শত আঘাতের পরেও
তোমায় ভালবেসে যাই.শাহিন রানা জীবন

তুমি হাসলে সবাই
তোমার সাথে হাসবে
কিন্তু তুমি কাঁদলে
কেউ তোমারসাথে কাঁদবেনা
মানুষকে কাঁদতে হয় একা একা

জীবনে প্রথম একজন আমাকে
খুব ভালবেসে ফেলেছে
সে নাকি আমাকে ছেড়ে যাবে না
আমি ছাড়া সে নাকি মূল্যহীন
আমাকে ছাড়া সে অর্থহীন
আর সে হল #কষ্ট

সারাক্ষণ ভাল থেকো
ভালবাসা মনে রেখ
দিনের বেলা হাসি মুখে
রাতের বেলা অনেক সুখ
নানা রঙের স্বপ্ন দেখ
স্বপ্নের মাঝে আমায় রে

পারলে কি করে এতো ব্যাথা দিতে
আমাকে ফিরিয়ে দিলে নিসশ হাতে
অচেনা মানুষ ভেবে এভাবে হারিয়ে
যাবে একথা ভেবেয় কাঁদছি
বৃষ্টি ভেজা সন্ধায় তোমার কথাই ভাবছি

সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে
সবাই তখন পর হয়ে যায়
থাকেনা আর পাশে।কষ্ট যখন মনের
মাঝে দিয়ে যায় ব্যথা
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা

ঘুম থেকে উঠে প্রীয় মানুষ গুলোর
কাছ থেকে শুভ সকাল পাওয়ার
মজাটাই আলাদা । বাট আমার
মত হতভাগার জীবনে সেটা হল না

তোমাকে বলছি আমার দেওয়া
ভালোবাসা ফেরত দাও তোমার
দেওয়া কস্ট গুলো ফেরত নাও
তোমার দেওয়া সৃতি গুলো
মুছে দিয়ে যাও আমি মুক্তি চাই

আমি চাইলেই তোমার জীবনকে
দুখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম
শুধু তোমাকে ভালোবাসি বলে
সেটা পারিনি কিন্তু তুমি পেরেছো
কারণ তুমিতো আমাকে কখনো ভালোবাসনি

About Post Author

Related posts