মনে পরার sms 2020
গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে, R
মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে,
তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে
ফুল তো বাগানের তবে হাতে কেনো
চাঁদ তো আকাশে তবে জলে কেনো
জল তো সাগরে, তবে চোখে কেনো
মন তো আমার তবে বার বার
তোমাকে মনে পরে কেনো
যখন কাউকে খুব মনে পড়ে তখন তার সাথে কাটানো সুন্দর আর আনন্দপূর্ণ সৃত্বিগুলো মনে করি তখন তাকে মিস করার ব্যাপারটাই সুখের অনুভূতিতে বদলে যায়
মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দেই,কারন তোমাকে ভালোবাসি বলে। নিরবে নিজে ও কষ্ট পাই,তোমাকে মিস করবো বলে। তোমাকে যখন মিস করি,তখন পৃথিবীকে এড়িয়ে চলি। কারন, তখন আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি
i miss u picture 2020
তুমি অনেক লাকি কারণ তোমায় মিস করলে তোমার কাছে কোনো নোটিফিকেশন যায় না যদি যেতো তাহলে তুমি কখনো ঘুমাতে পারতে না।
টিপ টিপ বৃস্টি পরছে অঝোরে
আজ সারা দিন ধরে
বিসন্ন ভাবনায় কাটে না সময়
তাকে শুধু মনে পরে
miss u images 2020
যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার আমি বলব চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালবাসি কত। আমি বলবআকাশে তারা আছে যত
miss u পিকচার
বন্ধুকে মনে পরার এসএমএস ২০২০,মনে পরার sms 2020,মনে রাখার sms 2020,মিস করার কিছু কথা ২০২০,মিস করা উক্তি ২০২০,প্রেমিকাকে মিস করার কবিতা ২০২০,ভালোবাসার মানুষকে মিস করার মেসেজ,
মিস করার স্ট্যাটাস ২০২০,মিস করার কিছু কথা ২০২০,
মিস ইউ জানু আমার,তোমাকে মিস করছি কবিতা,
কাউকে মিস করা নিয়ে উক্তি
আমার চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা
মৃত্তিকার কামলতায় অপূর্ণতার বেশে
ভীষণ মিস করছি তোমায়
এই অবনীতে কিছু ভালোবাসা থাকে,
যা কখনো মুছে যায় না
বুকের মাঝে ঘুমিয়ে থাকে পরম নিশ্চন্তে,
যা আমি ধারণ করেছি, তোমার ভালোবাসাটাকে
মনে পরার পিকচার ২০২০
প্রেমে পরলে এই দুআ পড়তে হয় আই লাভ ইউ, প্রেম ভাঙ্গিলে এই দুআ পড়তে হয় আই হেট ইউ, তাঁরপর আজীবন কেঁদে কেঁদে এই দুআ পরতে হয়“আই Miss U”