অবহেলার এস এম এস ২০২১
ঘৃণা করার কথা fb স্ট্যাটাস
বুকের বা পাশটা আজ ভীষণ কালো
কারণ সেথায় নেই যে আর
তুমি নামক আলো
সুসময়ে পাশে থাকার নাম ভালবাসা না,
জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত
হাতে হাত রেখে চলার নাম ভালবাসা
আপন করে নিন তাকে
যে আপনার অতীত জেনে ও
আপনাকে পাগলের
মতো ভালোবাসে
শুধু একবার জড়িয়ে ধরে কাদঁতে চাই আর বলতে চাই কতটা ভালবাসি, তোকে ছাড়া কতটা অসহায় আমি
চোখের পানি মুছে ফেলা যায়
কিন্তু চোখ থেকে পানি পড়ার কারনগুলো মনে থেকে মুছে ফেলা যায় নাহ
তুমি চলে যাওয়াতে কাঁদিনি। বদলে যাওয়াতে কেঁদেছি অনেক। বুঝেছি, চলে যাওয়ার পরেও কতটা মায়া জড়িয়ে থাকে হৃদয়ের অন্তরালে যখন ছিড়ে ছিন্ন হয়ে যায় একটা বাধন, তার পরেও কতটা টান অনুভব করা যায় ঘৃণার ব্যাথার মধ্যেও কতটা ভালবাসা জমা থাকে কতটা প্রেমের গভিরে লুকিয়ে কাঁদে মন J
কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে
যার জন্য প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলোও সৃষ্টিকর্তার কাছে মৃত্যু চায়
কথা হারিয়ে কথা খুঁজতে খুঁজতে বেলা শেষের সময় ঘনিয়ে আসে।
জমে থাকা কথা অযত্নে নুয়ে পড়ে নীড় থেকে ভুলে পড়ে যাওয়া শালিক ছানার মতো।
একসময় কতো কথাই না জমা থাকতো সিন্দুকে রাখা না গোনা টাকার মতো।
একটা সময় পৃথিবীর সবার সাথে যুদ্ধ করতাম, তোকে পাওয়ার আশায়
আর এখন যুদ্ধ করি নিজের সাথে
কি করে তোকে ভুলে থাকা যায়
এক মুঠো স্বপ্নের মূল্য তোমার কাছে ছিলনা যার ধাবি আমি কখনো করিনি। শুধু বলে ছিলাম আমাকে ছেড়ে যেওনা, তবু চলে গেলে।
কিছু কিছু সময় মানুষ এতটায় একা হয়ে যায়
তখন এক ফোঁটা
চোখের জল দেখার মত কেউ থাকে না
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা কি?
একসাথে থাকবো বলে ওয়াদা করা
এখন আর দেরি করে Online আসলেও কেউ বলে না
কই ছিলা এতোক্ষণ
নেট বন্ধ কেনো
সুখ নামের টিয়া পাখি
হয়তো আর আসবেনা ফিরে
আমার এই মনের ছোট ঘরে
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে
অবহেলার এস এম এস