১৪২৮ বৈশাখী ছন্দ মালা এস এম এস fb Chondo স্টাটাস

১৪২৭ বৈশাখী ছন্দ

১৪২৮ বৈশাখী ছন্দ মালা এস এম এস fb Chondo স্টাটাস

বছর শেষের ঝরা পাতা বললো উড়ে এসে
একটি বছর পেড়িয়ে গেল হওয়ার সাথে ভেসে,
নতুন বছর এসেছে তাকে যত্ন করে রাখ
স্বপ্ন গুলো সঙ্গী করে খুব ভালো থেকো।
শুভ নববর্ষ

বৈশাখের ছন্দ, বৈশাখ ছন্দ ১৪২৮ ,boishakhi chondo 1428, বৈশাখী মেলার ছন্দ ১৪২৮, boishakhi sondo,পহেলা বৈশাখের ছন্দ কবিতা ১৪২৮ ,পহেলা বৈশাখের ছন্দ মালা,বৈশাখ নিয়ে ছন্দ মালা,বৈশাখের নতুন ছন্দ,পহেলা বৈশাখের ছন্দ মালা ১৪২৮ ,বৈশাখী মেলার কবিতা,পহেলা বৈশাখের ছন্দ 2021

দিনগুলি যেমনই হোক ঠিকই যায় কেটে
তবুও বলো কি লাভ, পুরনো সৃতি ঘেটে,
এ বছর পূর্ণ হোক তোমার সকল আশা
নববর্ষের তোমার জন্য এটাই আমার প্রত্যাশা!
শুভ নববর্ষ ১৭

বাউল গানের স্যন্ধা তালে
নতুন বছর এসেছে ঘুরে,
উদাসী হাওয়ার সুরে-সুরে
রাঙা মাটির পথটি জুড়ে।
শুভ নববর্ষ

নতুন বছরের নতুন আলো
নতুন আশার প্রদীপ
জ্বালো,
নতুন সুরে নতুন গানে
নতুন করে এগিয়ে চলো।
শুভ নববর্ষ

চাঁদ তারা জোৎস্না নিশি
হৃদয়ে বাজে বসন্তের বাঁশি,
সারা দিন আমি বসে-বসে ভবি
সব চেয়ে সুন্দর তোমার হাঁসি।
শুভ নববর্ষ

 

১৪২৮ বৈশাখী ছন্দ মালা এস এম এস fb Chondo স্টাটাস

নতুন দিনের নতুন আলো
দূরে নিয়ে যাক নিকষ কালো,
নতুন সূর্য নতুন প্রান
বাজাও বাদ্দ জীবন গানে,
কাটুক আধার আলোর টানে
মেতে উঠুক মন নতুন প্রান
শুভ নববর্ষ

উদিত রবির প্রথম আলো
দূর করবে সকল কালো,
মাতবে মন আনন্দ ধারায়
সবাই হবে বাধন হারা
দিনটি হক তোমার তরে,
মন ভরে উঠুক খুশির ঝরে
শুভ পহেলা বৈশাখ

ঢাক ঢোল মাদলের তালে
রং বেরঙের মনের দেয়ালে
বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক
যুগে_যুগে।
শুভ নববর্ষ ১৪২৮

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত।
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।
শুভ নববর্ষ

ফুল ফুটেছে বনে_বনে
ভাবছি তোমায় মনে_মনে
বলছি তোমায় কানে_কানে
শুভ নববর্ষ

চৈত্রের রাত্রি শেষে,
সূর্য আসে নতুন বেসে,
সেই সূর্যের রঙ্গিন আলো,
মুছে দিক তোমার জীবনের সকল কালো।
শুভ নববর্ষ

নতুন পোশাক নতুন সাঁজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি_রাশি
অটুট থাকুক তোমার হাসি ।
শুভ পহেলা বৈশাখ-১৪২৮

১৪২৮ বৈশাখী ছন্দ

রমনার বটমূলে এসএমএস

About Post Author

Related posts