বৈশাখের নতুন মেসেজ ১৪২৮, boishakhi message 1428
বৈশাখ মেসেজ ১৪২৮, বৈশাখী message 1428, boishakhi message 1428, baisakhi message 1428,
বৈশাখের নতুন মেসেজ ১৪২৮,পহেলা বৈশাখের মেসেজ ১৪২৮, বৈশাখী বাংলা মেসেজ,বৈশাখ বাংলা মেসেজ, পহেলা বৈশাখ মেসেজ বাংলা,baisakhi 2021 message,
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নবরুপে পহেলা বৈশাখ।
আজ শুধুই ভালবাসার উজানে
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে
রমনীরা আজ সেজেছে নতুন সাজে
পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে
প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে
নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ।
আধার ভেদ করে সূর্যকিরণ প্রতি জীবন দুয়ারে পৌছে যাক যাপিত জীবনের যাবতীয় গ্লানি ভুলে, এসো রাঙিয়ে তুলি বাংলার নতুন বছর।
দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। শুভ নববর্ষ
আজ দেখ নতুন সপ্ন, ভুলে যাও সব পুরনো কস্ট। আজ কর নতুন সব কল্পনা, ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন, সুখের হোক সবার প্রতিটি ক্ষণ। এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখ না,
পুরোনের হয়েছে মরন নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে,
তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচছা। শুভ নববর্ষ
ঝরে গেল আজ বসন্তের পাতা, নিয়ে যাক সঙ্গে সবমলিনতা। বৈশাখের সকালে, লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় “শুভ নববর্ষ” নতুন পোশাক নতুন সাঁজ। নতুন বছর শুরু আজ। মিষ্টি মন মিষ্টি হাঁসি। শুভেচ্ছা জানাই রাশি রাশি।
বৈশাখের নতুন মেসেজ ১৪২৮, boishakhi message 1428
বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে। শুভ নববর্ষ পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ। নতুন বছর সবাইগাইবো বৈশাখের গান। এসো হে বৈশাখ এসো এসো। শুভ নভবর্ষ!
ভুল কে আজ দাও ছুটি, বিবাদ কে আজ দাও বিদায়।মনকে আজ শুদ্ধ কর, শত্রুকে আজ বন্ধু কর। এই সময় এই ক্ষন, পাবে তুমি কতক্ষনআসো তবে হাত মিলাই ,মনের সাথে মন মিলাই,ভালোবাসায় ধন্য হোক জীবন,শুভ হোক তোমার আমার নববর্ষ।
আবার আসলো বৈশাখ মাস, চৈত্রের অবসানে!নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিল প্রানে। মনের যত গ্লানি ভুলে, জীবন গড়ো নতুন ভাবে। নতুন নতুন স্বপ্ন দেখো, নববর্ষের টানে।
বন্ধু তোমার ভালবাসার জানালা খোলা রেখো, মনের আকাশ মেঘলা হলে আমায় কিন্তু ডাকো, ঝড় বৃষ্টি কাটিয়ে আবার দেখাবো আলোর হাসি, আমি আছি, থাকবো যেন তোমার পাশাপাশি। শুভ নববর্ষ ১৪২৭
তিনজন লোক তোমার ফোন নাম্বার চেয়েছিলো।আমি দিইনি। তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে। তারা তিনজন হলো- সুখ, শান্তি, সমৃদ্ধি। অগ্রিম শুভ নববর্ষ
পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ।
একটু আলো,একটু আধার। বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার। কিছু দুঃখ, কিছু সুখ। সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ। বাংলা নববর্ষ ১৪২৭ এর পদার্পনে এসো শাণিত হই নবপ্রানে।