রমজান মাসে রোজার অগ্রিম মেসেজ স্ট্যাটাস Sms 2021

রমজান মাসে রোজার

রমজান মাসে রোজার অগ্রিম মেসেজ স্ট্যাটাস Sms 2021

পিয়জনকে পাঠানোর মত প্রবিত্র রমজানের এসএমএস,রমজান মাসের রোজার মেসেজ,রমজানের অগ্রিম মেছেজ,রমজানের শুভেচ্ছা ছন্দ,মাহে রামজানের অগ্রিম শুভেচ্ছা sms,রমজানের অগ্রিম শুভেচ্ছার মেসেজ,মাহে রমজানের এস এম এস,রমজানের বন্দুকে শুভেচ্ছা sms,রমযানের অগ্রিম শুভেচ্ছার মেছেজ 2020,

“নামাজের এসএমএস ২০২১, ইসলামিক sms, জুমা মোবারক sms 2021”এখানে ক্লিক করুন

মেঘলা আকাশ মেঘলা দিন,
রোজার বাকি কয়েকদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু রোজার দিন,
নদীর ধারে সাদা বক।
তোমাকে জানাই অগ্রিম রোজার শুভেচ্ছা।

চিঠি দিয়ে নয়, ফুল দিয়ে নয়।
কার্ড দিয়ে নয়, কল দিয়ে নয়।
মনের গহীন থেকে মিষ্টি SMS দিয়ে জানাই ঈদের শুভেচ্ছা।
অগ্রিম রোজার শুভেচ্ছা

বন্ধু তুমি অনেক দূরে,
তাইতো তোমায় মনে পড়ে,
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
অগ্রিম রোজার শুভেচ্ছা

রমজান মাসে রোজার অগ্রিম মেসেজ স্ট্যাটাস Sms 2021

আমরা সেই নবীর উম্মত ,
যে নবী আমাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না।

“ঈদ মোবারক এস এম এস ২০২১। ঈদুল ফিতরের এস এম এস ২০২১”এখানে ক্লিক করুন

এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,
জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

মৃত্যুর কয়েক সেকেন্ড আগে যেন।
প্রত্যেকটা মুসলমানের মুখে উচ্চারিত হয়।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সঃ)

“ঈদ মোবারকের ছন্দ মেসেজ এস এম এস নতুন কবিতা”এখানে ক্লিক করুন

ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু,
মৃত্যু তার চেয়েও নিকটে,
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

আল-কুরআনের হরফ গুলো
কালো,
কিন্তু ভেতরে লুকিয়ে আছে।
হেদায়েতের আলো।

“লাভের ছবি পিকচার ফটো Photo ডাউনলোড”এখানে ক্লিক করুন

ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান,
যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে,
আর সে ব্যক্তিই নির্বোধ,
যে সর্বদাই নিজেকে বড় ভাবে।

যে ব্যক্তি ফজরে নামাজ জামাতের সাথে পড়লো।
সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো।
হযরত মুহাম্মদ (সাঃ)

হিংসা মানুষকে এমনভাবে ধ্বংস করে,
যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে।
ইবনুল খাতীব

মোনাজাত কখনো মিথ্যা হয় না।
কারণ,মোনাজাত মনের ভিতর।
থেকে আসে।

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়,
সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।

বিশ্বনবী হযরত

About Post Author

Related posts