আবেগ ভরা কিছু কথা, তোমাকে হারাতে চাই না আমি
সত্যিকার ভালোবাসা কষ্ট দেওয়ার জন্য নই তবে সত্যিকার ভালবাসলে কষ্ট পেতে হয়আর কিছু মানুষ ভালোবাসা নিয়ে করে অভিনয় যে কারন ভেঙ্গে যায় সত্যিকার ভালোবাসার হৃদয়।
সব কষ্ট সুখে পরিণত হয়, যখন প্রিয়জন পাশে রই, তখন কষ্ট বলে কিছু থাকেনা যখন ভালবাসার মানুষটি বলে আমি তোমার ভালোবাসা ছাড়া আর কিছুই চাইনা,একজন মানুষের কাছে তার প্রিয় মানুষটি হল মূল
আমি চাঁদ চাইনা, যে শুধু উঠবে রাতে। আমি রাত চাইনা, যে হারাবে প্রভাতে। আমি ফুল চাইনা, যে ঝরবে দিনের শেষে। আমি ফল চাই না, যে ঝরবে বাতাসে। আমি শুধু এমন এক জনকে চাই, যে কখনো ভুলবে না আমাকে। উপায়
সুখ নামের ছোট্র নৌকায় আমি দুঃখের মাঝি, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজী। এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি তাই চলছি একা। দুঃখ আছে মনে মনে, কইবো আমি কার শনে? শোনার মতো মানুষ নাই, নিজের কষ্ট নিজেই পাই, যখন পাবো তার দেখা, বলবো আমার সব কথা।
দুঃখ নামের স্টেশনে থামলো জীবন গাড়ী, আজো খুজে পেলামনা কোথায় সুখের বাড়ি। বিধাতার কলমে বুঝি ছিলোনা কালি, সুখ নামেরি জায়গাটা পড়ে আছে আজো খালি।
ভালবাসা একটি টস্ করা পয়সার মত—- যার একদিকে থাকে প্রেম আরএকদিকে থাকে ঘৃণা। যখন কাউকে ভালবাসো তখন পয়সাটি ঘুরতে থাকে– তুমি যখন এই ঘূর্ণন থামাবে তোমার সামনে আসবে – হয় প্রেম , নয়তো ঘৃণা
কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো সেইটা হবে বড় ভুল। কারণ বিধাতা একান্ত কারো জন্য কষ্ট সৃষ্টি করেনি,অভিশাপ বলে একটি বাক্য আছে। আর সেই কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে
কিছু কিছু সম্পর্ক এমন হয়। যেখানে চেনার দরকার হয় না। দেখার দরকার হয় না। কোনো চাওয়া থাকে না। কোনো স্বার্থ খোঁজে না। তারপরও অনেক মায়া হয়ে যায়
আবেগ ভরা কিছু কথা
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে। আর কেউ যদি না দেখে কাঁদে, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে।