তোমার সাথে কথা না হলে, ভালো লাগে না কিছু
আপনার জীবনের যে স্বপ্নই আপনি পুরন করতে চান, অনেক সংগ্রাম করতে হবে। ভাল কিছু করতে হলে, আপনার Effort টাও সেরকম দিতে হবে। এতে অনেক বাধা আসবে, মন খারাপ হবে, তখন থেমে যাবেন না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন।
কি অপরাধ ছিলো আমার?
খুব বেশি ভালোবেসে ছিলাম,এটাই
কি ছিলো অপরাধ?
কেনো আমার জীবন
টা নিয়ে খেলা করলে ও রকম?
পৃথিবীতে নাকি দুইটা জিনিস
পাওয়া খুব কষ্ট সাধ্য।
১) মনের মানুষ।
২) মানুষের মন।
সত্যি আজ দু চোখের জল
দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।
গোলাপ যদি সুন্দর
হয়,গাছে এতো কাটা কেন?
মণি যদি মুল্যবান হয়,বিশাক্ত সাপের
মাথায় কেন?ভালবাসা যদি সর্গ
হয়,তাহলে এতো কষ্ট কেন?
প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু কষ্ট রয়েছে। কেউ সেই কষ্ট দূর করতে পারে, আবার কেউ পারেনা। কেউ সেই কষ্টকে দূরে ফেলে, জীবনটাকে উপভোগ করতে পারে, আবার কেউবা সেই কষ্টকে আকড়ে ধরে, জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে।
জীবনের আর কিছু বাকি থাকে না। কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না।। খুব বেশি ভালোবাসবেন না।।
প্রিয়জনের কাছ থেকে খুব বেশি আশা ও করবেন না।।
কারণ আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসবেন, বিশ্বাস করবেন,সে তখন আপনাকে এতোটাই কষ্ট দিবে যা আপনি সহ্য করতে পারবেন না
ভালবাসার নীল দরিয়ায়,
উড়াইলে তুমি পাল।
সাত সাগরের মাঝে কেন,
ছেড়ে দিলে হাল।
প্রেমের স্রোতে ভাসছি একা,
এটাই কি মোর কপাল?
প্রেম ধরিয়ার মাঝে যে আজ,
নিবে গেল মোর ইহকাল।
এটাই তো ছিলোমোর কপাল।
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে,গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,রাতের কষ্ট হয় চাঁদ ডোবে গেলে,আর আমার কষ্ট হয় তোমার সাথে কথা না বললে
জানি ভুলে গেছ,তবুও বলছি কেমন আছো? জানি উত্তর দিবে না। তবুও বলছি কি করছ? জানি বিরত্ত হবে,তবুও বলছি ভালো থেকো? ইতি তোমার মনের মানুষ?
মনে রাখব তোমাকে cirodin, তুমি যেখানেই থাক jotodin. তোমাকে নিয়ে ঘুরবো Sritir ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার Por, তবুও Miss করব তোমায় জীবনভর