কাউকে বেশি ভালবাসতে নেই, অবহেলা নিয়ে স্ট্যাটাস
কষ্ট আর অবহেলা।
মানুষকে শুধুই কাঁদায় না।
অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়।
অবেলায় পেলাম তোমায় এখনি কেন যাবে হারিয়ে কি করে বল রবো একা? ফিরে দেখো এখনও আছি দাড়িয়ে। কেন হটাৎ তুমি এলে নয় কেন তবে পুরটা জুড়ে? আজ পেয়েও হারানো যায় না মানা বাঁচার মানে টা যাবে হারিয়ে। শুনছো কি তুমি আমায়
একটি সম্পর্ক ভালোবাসা নামক কোন শব্দের উপর ভিত্তি করে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে দুটি মানুষের পরস্পরের প্রতি বিশ্বাস, সম্মান, ভাল লাগা মন্দ লাগার উপর গুরুত্ব দেওয়া এবং দুজনের এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়ার উপর। যে সম্পর্কে এই ব্যপার গুলো নেই সে সম্পর্কে থাকা ভালোবাসা নামক শব্দেরও কোন মূল্য নেই।
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল মানুষের মনের সত্যিকারের ভালবাসা অর্জন করা তাই কখনো যে মানুষটা আপনাকে তার সেই বিশ্বাসপূর্ণ সত্যিকারের ভালবাসাটা দিয়ে দিল তাকে কখনো অবহেলা করবেন না। আপন মানুষটাকে দূরে ঠেলে দিবেন না।। তখন তার মনের মৃত্যু হবে নিশ্চিত। মনে রাখবেন আপনার চারপাশে ভালবাসার অভাব নাও থাকতে পারে,তবে সত্যিকারের ভালবাসার এই পৃথিবীতে বড়ই অভাব।
নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,আমার এই জীবনে কি আসবে না সূখের দিন
নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,আমার এই জীবনে কি আসবে না সূখের দিন
সুখ আমার দাদার শালা সুখের দরজায় জাপানি তালা। দুঃখ আমার জীবন সাথী মামার বাড়ীর আবদার নাকি। সুখের ছোয়া চাইতে মানা দুঃখ করে তাল বাহানা!
জীবনে একটা দারুন স্বপ্ন ছিল”শুরু না হতেই ভেংঙ্গে গেল”একটা আশার প্রদিপ ছিল”জ্বলতে গিয়েই নিবে গেল”একটা প্রিয় মানুষ ছিল”পাওয়ার আগেই হারিয়ে গেল।
জীবনের কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত, তবে তা যত্ন করে বেঁধে রাখাতাম, কারন, কোন একসময় যদি ফিরে আসো, তাহলে দেখাতাম,তুমি চলে যাওয়া তে কতটা কষ্টে ছিলাম আমি,
জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়। জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়
যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি। তোমার এক ফোটা অস্রুর কারন হব আমি। তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে, শুধু দুর থেকে ভালোবাসতে যেতাম তোমায়
এগিয়ে গিয়েও পিছিয়ে আসি। পেরোতে চাই না একা। এই পথের নাম পাবে নিজের দাম। তুমি একবার দিলে দেখা
কাউকে বেশি ভালবাসতে নেই