কষ্টের জীবন নিয়ে কিছু কথা, নিজের কিছু কষ্টের কথা

কষ্টের জীবন নিয়ে কিছু

কষ্টের জীবন নিয়ে কিছু কথা, নিজের কিছু কষ্টের কথা

জীবনে সবচেয়ে আপন
বন্ধু হলো আয়না।
তুমি হাসলে সেও
হাসবে– তুমি কাঁদলে
সেও কাঁদবে—কিন্তু
তুমি যদি আঘাত
করো—সে আঘাত
করেনা
নিজেই ভেঙ্গে যায়

তোমায় আমি ভেবে ভেবে
রাত করি পার।
তোমার কাছে পেলাম শুধু
কষ্ট উপহার।
ভেবেছিলাম তুমি আমার
মন বাগানের ফুল।
সেটাই ছিল Life এ আমার
বিরাট একটা ভুল।

নিজের জীবনের চেয়ে বেশি কাউকে
ভালবাসলে,
উপহার হিসেবে চোখের জল ছাড়া
আর কিছুই পাওয়া যায় না।

কিছু কিছু কথা আছে বলতে পারিনা এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা।

সময়ের সাথে কিছু সম্পকের নাম বদলে যায়,চেনা মানুষ গুলো অচেনায় পরিণত হয়।তবুও মনের কোনে কোথাও না কোথাও অনুভূতিগুলো, কোনো না কোনো ভাবে ঠিকই রয়ে যায়।

ভালোবাসা চির দিন বেঁচে থাকে কখনো কবিতা হয়ে.কখন গল্প হয়ে.কখনো স্রিতি হয়ে, কখন আবার কারোও চোখের জল
+অার শাহিন রানা জীবন ভালোবাসা চোখের জলে+তবে ভালো অাছি

যারা ভালোবেসে ধোঁকা খেয়েছে
তাদের
মনে অনেক দুঃখ।
— দুঃখ কে ডিলেট করো।
..কষ্টকে জয় করো.
..গুড ফ্রেন্ডকে কেচ করো।
ব্রেড ফ্রেন্ডকে এ্যাবাউট করো।।

নিজের দূর্বলতা কখনও খুব কাছের কাউকেও বলা উচিত না, সুয়োগ পেলে সেও দূর্বলতা নিয়ে কষ্ট দিতে ভেবে দেখে না।

মানুষ যখন বেশি অসুস্ত হয়ে পরে। তখন প্রিয় মানুষটিকে বেশি বেশিমনে পরে

পুরনো স্বপ্নগুলো মাঝে মাঝেই উঁকি দেয়,আমার জীবনে…. ফিরে আসার জন্যে নয়। উপহাস করে বলার জন্য।
— অামার দ্বারা কিচ্ছু হবে না বন্ধুরা

কেউ ভালোবাসতে না পারলে, সেটা সাফ সাফ বলে দিবেন| অযথা আলগা পিড়িত দেখিয়ে একজনের লাইফ নষ্ট করবেন না, প্লিজ| #জীবন

কিছু কথা আছে ভাবতে ভাবতে চোখে এলো জল, জলকে বলিলাম তুই হটাৎ কেন বাইরে এলি বল জল বললো চোখটি তোমার সুখের নীড় কি করে সইবো বল এতো দুখের ভীড়

অপরাধী আমি
তাইনা।
সবটুকু বিলিয়ে দিয়েই
অপরাধী হলাম
অপরাধ
বিস্বাসগাতগতা।
চলনা মিষ্টি হাসির সবইতো সিখলাম আমি।
সুধু তোমায় ভালোবেসে।

♥ জানারউপায়.কম ♥

ভালোবাসা পাওয়ার ভাগ্যও সবার হয় না” হয়তো
আমার ভাগ্যে ও নেই
তবে বেশি কষ্ট কি জানো?
যাকে ভালোবাসি
সে বুঝেনা আমি তাকে কতটা ভালো বাসি

জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে
যার উওর কখনও মিলে না
কিছু কিছু ভুল থাকে যা কখনও শুধরানো যায়। না
আর। কিছু কিছু কষট থাকে যা কাউকে বলা যায়
না

আমাকে এভাবে কাদিয়ে যদি তুমি সুখে হও।
তাহলে কাদাও।
আমাকে ছেরে যদি অন্যকে নিয়ে সুখে হও
তাহলে যাও কিছু বলবনা।
শুধু একটা কথা বলব যে তুমি যেখানে থাকো
সুখে থাকো ভালো থাকো।

কান্নার জল সবাই দেখে
হৃদয়ের কষ্ট কেও দেখেনা
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে
কিন্তূ না পাওয়ার বেদনা সারা
জীবন এ ও ভুলা যায়না

এ জীবন একদিন হয়ে যাবে শেষ,সেদিন তোমায় আর করবো না Sms, নিঝূম রাতে আসবে তোমার চোখের কোণে জল,মন চাইলে ও পারবে না দিতে একটা এসএমএস ও কল

কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো
না যা সইবার ক্ষমতা আমার নাই। দুঃখ
দাও তবে এতো বেশি দিয়ো না যা
বইবার ক্ষমতা আমার নাই। আমায় এতো
বেশি কাঁদাইয়ো না, যে কাঁন্নার জল
একদিন তোমায় ভাসিয়ে দিবে। কষ্টের জীবন নিয়ে কিছু

বাস্তবটা অত সোজা না। সেখানে একটা স্ট্যাটাস কিংবা দুইটা সেলফি দিয়ে সবকিছু আপডেট রাখা যায় না।
বাস্তব জীবনটাকে আপডেট রাখতে হলে, ছুটতে হয়।ছুটতে গিয়ে হোঁচট খেতে হয়।হোঁচট খেয়ে ব্যাথা পেলে চোখে জল আসে।সেই চোখের জল মুছে উঠে দাঁড়িয়ে আবার ছুটতে হয়।
নইলে জীবন তোমাকে খরচের খাতায় ফেলে দিবে।তুমি হারিয়ে যাবে সব বেহিসেবের আবর্জনায়,

জীবনে একটা দারুন স্বপ্ন ছিল”শুরু না
হতেই ভেংঙ্গে গেল”একটা আশার
প্রদিপ ছিল”জ্বলতে গিয়েই নিবে
গেল”একটা প্রিয় মানুষ ছিল”পাওয়ার
আগেই হারিয়ে গেল।

জীবনে যদি কাওকে সত্যি ই মন
দিয়ে বন্ধুত্ব করে
তাহলে তাকে হারিয়ে যেতে
দিওনা
কারণ, চোখের জল হয়তো মোছা
যায়,
কিন্তু হৃদয়ের কান্না কোনো ভাবেই
মুছতে পারবেনা।

এখন আর ভাবিনা তোমায়,
তোমায় নিয়ে লিখি না আর গল্প
কবিতা
তোমাকে ভেবে এখন আর রোজ রাতে
কান্না
করিনা
এখন আর আমার কল্পনা জুড়ে তুমি থাকো
না
এখন আমি আমাকে নিয়ে ভাবি
আমার
মতো করে আমি চলি

আমাকে এভাবে কাদিয়ে যদি তুমি সুখে হও।
তাহলে কাদাও।
আমাকে ছেরে যদি অন্যকে নিয়ে সুখে হও
তাহলে যাও কিছু বলবনা।
শুধু একটা কথা বলব যে তুমি যেখানে থাকো
সুখে থাকো ভালো থাকো।
কষ্ট

তুমি নেয় বলে ভেবনা,যে আমি চলতে
পারবনা। আর, তোমাকেও দুশারুপ করবো না।
পৃথিবীর কাছে শুধু একটা প্রশ্নই থেকে
গেলো,তার কাছ থেকে কি চোখের জল
ছাড়া আর কিছুই পাওয়ার ছিল না আমার?

দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে,যারা আসলেই
আলাদা, সারা জীবনেও তারা কারও আপন হতে
পারে না, তাদের কেউই বুঝে না, তাদের সব
থেকেও আসলে শূন্যতা ছাড়া কিছুই থাকে না,
তারা একা আসে, একা ঘুরে, একাই থাকে, একাই
চলে যায়!

চাইলে কষ্টকে আড়াল করা যায়
অশ্রুকে লুকিয়ে রাখা যায়
দূরে সরে গিয়ে সান্ত্বনা দেওয়া
যায়
কিন্তু
মনে কাউকে একবার জায়গা দিলে
তাকে কখনো মুছে ফেলা যায় না

জীবনের প্রথম সম্র্পক, অনেক অানন্দের।
জীবনের প্রথম চাওয়াটা,অনেক দামি।
জীবনের প্রথম ভালোবাসা,অনেক সুন্দর।
অার জীবনের প্রথম দুঃখ খুব কষ্টের।

এতো কষ্ট পেয়েও,
তোমাকে ভুল বুঝিনি।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায়নি।
নিঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁছে অাছি।
কেনো জানো,তোমায় খুব ভালোবাসি তাই

যে তোমাকে বিশ্বাস করে না বা বুঝেনা
কিংবা যে তোমাকে চায় না,
তার কাছে নিজেকে জোর করে প্রমানের চেষ্টা করোনা।
সময় হলে সে নিজেই তোমাকে চিনে নেবে।
নয়তো ভেবে নিও সে বোকা ছিলো।
কিংবা,,,তোমাকে বোঝার বোধ শক্তিই তার ছিলনা।
আর যে তোমাকে বোঝেনি বা চেনেনি তার দুয়ারে হাজার মাথা ঠুকলেও কোন সমস্যা সমাধান হবে না।
শুধুরক্তই ঝড়বে,কিন্তুু সে তোমার কষ্ট বুঝবে না।

ভালো নেই,
তবু ভালোথাকার চেষ্টা করি।
সুখ নেই,
তবু সুখের অভিনয় করি।
জানিনা কেন এই বিষন্নতা হাহাকার,
তবু বলি ভালো আছি ভালো থেকো শেই তুমি।

জীবনের ক্লান্ত পথে,
হয়তো হাজারও সুখের ভিড়ে।
তুমি হারিয়ে ফেলতে পারো আমায়,
কিন্তু হাজারও লক্ষ-কোটি সুখ আমায় যদি ঘিরেও রাখে,
তবুও ভুলবো না কোনদিন তোমায়। কষ্টের জীবন নিয়ে কিছু

আমি চাইনি তোমার পথের কাটা হতে।
চেয়েছি শুধু তোমার পথের সাথী হতে,
চাইনি দুই জন দুই দিকে মুখ ফিরে থাকতে,।
চেয়েছি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে,
চাইনি কোনো দিন তোমাকে হারাতে।
চেয়েছি সারা জীবন দুইজন একসাথে থাকতে,
এসবই ছিলো তোমার প্রতি আমার ভালোবাসা,
তবে কেনো নিরবে বুক ফাটিয়ে কাদতে হয় আমায়।

About Post Author

Related posts