শীত কালিন ইসলামিক এসএমএস
১) এক এক করে যাচ্ছে চলে গেলো গ্রীষ্মকাল,
কি করে দিবো আমি তার প্রতিদান।
ক্ষমার আশায় আজও আমি তুলি দুই হাত।
কবুল করো আল্লাহ তুমি আমার মোনাজাত।
২) কঠিন শীতকাল তারপরও মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন।
৩) নতুন আশা, নতুন দিন,
আজকে হল জুমার দিন।
লাগছে ভাল ছাড়বো ঘর,
মসজিদে যাবো ১২ টার পর।
আকাশে সূর্য দিচ্ছে আলো,
ঠান্ডা পানি দিয়ে গোসল করতে লাগেনা আর ভালো।
৪) গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলি,
শরতের গীতালি, হেমন্তের মিতালী।
শিতের পিঠা-ফুলি, বসন্তের ফুল-কলি।
এমনি করে ভরে থাক,
তোমার জীবনের দিনগুলি।
৫) প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে, মনের মাঝে একি সুর বাজে।
সরিষার গাছে এসেছে ফুল,
এই শীতের সময় মনে লাগছে আমার আগুন।
শীত কালিন ইসলামিক এসএমএস