নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো
“প্যাসকেলের সূত্র বিবৃতি কর।”এখানে ক্লিক করুন
“গণিত, বিজ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা”
উত্তর:
আমরা জানি,
p=hpg.
এখানে, h=তরলের গভীরতা
p= তরলের ঘনত্ব
g= অভিকর্ষজ ত্বরণ।
কোনো নির্দিষ্ট স্থানে g ধ্রুবক এবং নির্দিষ্ট গভীরতায় h ধ্রুবক।
সুতরাং ,p ∞ P
যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন সেতু নির্দিষ্ট গভীরতার তরলের চাপ ও বিভিন্ন। তাই বলা যায় নির্দিষ্ট গভীরতা তরলের প্রকৃতি তথা ঘনত্বের উপর নির্ভরশীল।