আসঞ্জন বল কি?

প্রশ্ন: আসঞ্জন বল কি?

ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বল কাজ করে তাকে আসঞ্জন বল বলে। অন্যভাবে বলা যায়, ভিন্ন দুটি পদার্থ পরস্পরের সংস্পর্শে থাকলে স্পর্শতলের দু’পাশের দুটি অণুর মধ্যকার আকর্ষণ বলই আসঞ্জন বল।

About Post Author