চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণ গুলি।

চেক প্রত্যাখ্যাত (Check bounced) হওয়ার কারণ গুলি।

১. চেক মেয়াদোত্তীর্ণ হলে।
২. যথাযথভাবে চেক পূরণ করা না
৩. চেকে ড্রয়ারে স্বাক্ষর না হলে।
৪. চেক পোস্ট ডেটেড অর্থাৎ পর-তারিখের হলে

৫. চেকে স্বাক্ষরের সঙ্গে ব্যাংকে রক্ষিত গ্রাহকের নমুনা স্বাক্ষরের অমিল হলে।
৬. চেকে উল্লিখিত টাকার পরিমাণ অংকে ও কথায় অমিল হলে।
৭. হিসাবে পর্যাপ্ত স্থিতি না থাকলে
৮. চেকে ঘষামাজা থাকলে
৯. চেকে কাটাকাটি থাকলে পূর্ণ স্বাক্ষর দিয়ে তা সত্যকরণ না করা হলে
১০. ব্যাংকিং সময়ের পর চেক উপস্থাপন করা হলে।

এ ছাড়া আরো অনেক কারণে চেক প্রত্যাখ্যাত(Check bounced) (বাউন্স) হতে পারে।
যে সব কারণে চেক প্রত্যাখ্যাত হতে পারে তার একটি ছাপানো রশিদ প্রতিটি ব্যাংকে থাকে।
যে কারণে চেকটি প্রত্যাখ্যাত হলো তা চিহ্নিত করে ওই স্লিপসহ চেকটি প্রাপকের কাছে ব্যাংক ফেরত পাঠায়।
উল্লেখ্য, শুধু তহবিল অপর্যাপ্ততার কারণে চেক প্রত্যাখ্যাত হলে তা এই আইনের আওতায় পড়ে।

“আর পড়ুনঃ” জানার উপায়

 

Related posts