বিক্ষিপ্ত প্রবাহ কাকে বলে?
প্রবাহীর প্রত্যেকটি অণু যদি তার গতিপথের সাথে সমান্তরালে প্রবাহিত না হয়, তবে সেই প্রবাহকে বিক্ষিপ্ত প্রবাহ বলে। এরূপ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর গতিপথে ঘূর্ণন এবং আবর্তের সৃষ্টি হয় এবং প্রবাহী কণার গতিপথ ও গতিবেগ নিরন্তন পরিবর্তিত হয়।