মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো

৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান বিষয়ে ষষ্ঠ অ্যাসাইনমেন্ট সমাধান মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো এই বিষয়ে প্রশ্নের উত্তরমালা সমাধান

ক) তাপধারণ ক্ষমতা কাকে বলে?

প্রশ্ন: মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা করো।

উত্তরঃ মাটির কলসিতে পানি ঠাণ্ডা হওয়ার কারণ বাষ্পীভবন ( Evaporation )। যখন কোন তরল পদার্থ বাষ্পীভূত হয় তখন তার উষ্ণতা হ্রাস পায়। বাষ্পীভবনের জন্য যে তাপের প্রয়োজন তা তরল পদার্থেই সরবরাহ করে থাকে। তাপ হারানোর কারণে তরল পদার্থের উষ্ণতা কমে যায়।

মাটির কলসি বানানোর সময় মাটির সঙ্গে খানিকটা বালি মেশানো হয় এবং মাটির কলসির গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলি দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে পানি আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকে। তারপর বাষ্প হয়ে উড়ে যেতে চায়।

বাষ্প হওয়ার জন্য পানির যে তাপের দরকার, তা মাটির কলসির ভেতরের পানি থেকে আসে। ফলে পানি থেকে ক্রমাগত তাপ বাষ্পাকারে বেরিয়ে যাবার কারণে মাটির কলসি ঠাণ্ডা থাকে। মাটির কলসির গায়ে হাত দিলেই এই ঠাণ্ডা ভাবটা অনুভব করা যায়।

“(ক) তাপধারণ ক্ষমতা কাকে বলে?”এখানে ক্লিক করুন

Table of Contents

About Post Author

Related posts