আইন (Law) এর সম্পর্কে জানা জরুরি।
প্রশ্ন-১. আইন কাকে বলে?
উত্তর : মানুষকে সুষ্ঠু, স্বাধীন এবং সুশৃংখলভাবে পরিচালনার জন্য
যে নিয়ম-কানুন তৈরি করা হয় তাকে আইন বলে।
প্রশ্ন-২. আইনের ইংরেজি প্রতিশব্দের আভিধানিক অর্থ কি?
উত্তর : আইনের ইংরেজি প্রতিশব্দ Law যা Lag নামক শব্দ থেকে উদ্ভূত।
Lag এর আভিধানিক অর্থ স্থির, অপরিবর্তনীয় এবং যা সর্বত্র সমানভাবে প্রযোজ্য।
প্রশ্ন-৩. আইনের উৎস কয়টি?
উত্তর : আইনের উৎস ছয়টি।
প্রশ্ন-৪. আইন কয় প্রকার?
উত্তর : আইন তিন প্রকার।
প্রশ্ন-৫. আইনের শাসন এর অর্থ কী?
উত্তর : আইনের শাসনের অর্থ হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন।
প্রশ্ন-৬. আইন প্রধানত কী নিয়ন্ত্রণ করে?
উত্তর : মানুষের বাহ্যিক কার্যকলাপ।
প্রশ্ন-৭. সমাজের প্রতিটি ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান-এ থেকে কী প্রমাণিত হয়?
উত্তর : আইন সর্বজনীন।
প্রশ্ন-৮. আইনের সুপ্রাচীন উৎস কোনটি?
উত্তর : প্রথা।
প্রশ্ন-৯. আইন ব্যক্তির কী হিসেবে কাজ করে?
উত্তর : রক্ষক।
প্রশ্ন-১০. আইনের ছয়টি উৎসের কথা কে বলেছেন?
উত্তর : অধ্যাপক হল্যান্ড।
প্রশ্ন-১১. রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
উত্তর : সংবিধান।
প্রশ্ন-১২. কোনটি স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে?
উত্তর : আইন।
প্রশ্ন-১৩. ‘আইনের নিয়ন্ত্রণ আছে বলে স্বাধীনতা রক্ষা পায়।’ উক্তিটি কার?
উত্তর : উইলোবির।
প্রশ্ন-১৪. কোন দেশে অধিকাংশ আইন প্রথার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তর : ব্রিটেনে।
প্রশ্ন-১৫. কোনটি আইনের অন্যতম উৎস?
উত্তর : ধর্ম।
প্রশ্ন-১৬. গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে কোনটি?
উত্তর : আইনের শাসন।
প্রশ্ন-১৭. আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি?
উত্তর : আইনসভা।
প্রশ্ন-১৮. আইন সাধারণত কত প্রকার?
উত্তর : ৩ প্রকার।
প্রশ্ন-১৯. আইন কোনটির রক্ষক হিসেবে কাজ করে?
উত্তর : ব্যক্তিস্বাধীনতার।
প্রশ্ন-২০. রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য কোন আইন প্রণয়ন করা হয়?
উত্তর : ফৌজদারি আইন ও দণ্ডবিধি।
প্রশ্ন-২১. কোন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়?
উত্তর : সাংবিধানিক।
প্রশ্ন-২২. ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখতে যে আইন প্রণয়ন করা হয় তাকে কী আইন বলে?
উত্তর : সরকারি আইন।
প্রশ্ন-২৩. মানবতা বিরোধী আইন কার সাথে সম্পৃক্ত?
উত্তর : হিটলার।
প্রশ্ন-২৪. আইনের মূল কথা কোনটি?
উত্তর : আইনের চোখে সবাই সমান।
প্রশ্ন-২৫. আইন মানুষের কোন ধরনের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে?
উত্তর : বাহ্যিক।
প্রশ্ন-২৬. আইনের শাসন দ্বারা সুসম্পর্ক সৃষ্টি হয়–
উত্তর : শাসক ও শাসিতের।
প্রশ্ন-২৭. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?
উত্তর : নাগরিকদের সুখ-শান্তির জন্য।