মন খারাপের লেখা ছবি পিক ফটো পিকচার
চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা. আমায় ছেড়ে যেন ধুরে যেওনা. আচ তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে.তোমায় ছাড়া আমি বাচতে পারবনা এই ভুবনে
যদি দূ:খ দাও তবে মনে করবো তোমার ভালোবাসা ছিলো মিথ্যা কিন্তু এত দু:খ দিয়েছো আমায় ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছো মাটির কবরে
মন খারাপের পিক
কার ও মন খারাপের মুহূর্ত কে
খুশিতে রুপান্তরের সুযোগ পেলে,
তা হাত ছাড়া করনা।
কাঁধাতে সবাই পারে,
কিন্তু হাসি ফোটানোর
সাধ্য সবার থাকে না।
কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না ।
— কাজী নজরুল ইসলাম
কষ্টের পিক ছেলেদের
ঘর খুলিয়া বাহির হইয়া
জ্যোৎস্না ধরতে যাই,
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।
— হুমায়ূন আহমেদ
কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি । তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাইনা, বুঝতে পারি ও পারিনা, অনুভব করতে পারি ও পারিনা, সে বড় রহস্যময় সময় ।
—- হুমায়ূন আহমেদ
যদি যেতে চাও, যাও
আমি পথ হবো চরনের তলে,
না ছুঁয়ে তোমাকে ছুবো
ফেরাবো না , পোড়াবোই হিমেল অনলে ।
— হেলাল হাফিজ
নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায় ।
— সমরেশ মজুমদার