গার্মেন্টস (Garments) সম্পর্কিত প্রশ্ন ও উত্তরপ্রত্র
প্রশ্ন-১. কাটিং সেকশন কাকে বলে?
উত্তর : একটি পোশাক তৈরিতে যতগুলো কাপড়ের টুকরা বা অংশ দরকার তার সবই জোগান দেয় কাটিং সেকশন।
অর্থাৎ পোশাক তৈরির কাপড়কে প্রয়োজন অনুসারে কাটার কাজ যে স্থানে হয় তাকে কাটিং সেকশন বলে।
প্রশ্ন-২. মার্কার প্যটার্ন কাকে বলে?
উত্তর : পোশাক কারখানায় একসাথে অনেক কাপড় কাটার জন্য একটা একটা করে কাপড় স্তরে স্তরে সাজিয়ে কাটা হয়,
কাটার জন্য কাপড়ের উপরের স্তরে একটা দাগ দেয়া কাগজ বিছানো হয় উক্ত কাগজের দাগ নির্ণয় করে কাপড় কাটা হয়,এই কাগজটাকে মার্কার প্যটার্ন বলে।
প্রশ্ন-৩. সুইং সেকশনের কাজ কি?
উত্তর : ছোট ছোট টুকরা কাপড়ের অংশকে মানুষের পরিধান যোগ্য করে তৈরী করাই সুইং/সেলাই সেকশনের কাজ।
প্রশ্ন-৪. ফিনিশিং সেকশনের কাজ কি?
উত্তর : পোশাককে পলি, কার্টন, লেবেল, ট্যাগ ইত্যাদি দিয়ে সাজিয়ে বিক্রয়ের জন্য সুন্দর ও আকর্ষণীয় করার কাজটাই করে ফিনিশিং সেকশন। যা উৎপাদন ও রপ্তানীর এক অনন্য ও বিশেষ কার্য। তৈরী পোশাককে সুন্দর ভাবে সাজিয়ে রপ্তানী উপযোগী করে রপ্তানীর জন্য প্রস্তুত করার কাজটি এই সেকশন করে থাকে।
প্রশ্ন-৫. গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
উত্তর : গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যে সব মাল বা পোশাক তৈরি হবে তা চেক করা। যা একজন সুপারভাইজার এর পরেই পদ।
প্রশ্ন-৬. গার্মেন্টসে কোয়ালিটির কাজ কি?
উত্তর : গার্মেন্টসে কোয়ালিটির কাজ হলো পন্যের গুনগত মান ঠিক আছে কিনা তা নির্ধারণ করা।
প্রশ্ন-৭. গার্মেন্টসে কোয়ালিটির বেতন কত?
উত্তর : ফ্রেশদের জন্য বর্তমান বেতন ৯০০০ থেকে ৯৫০০ টাকা। ডিউটি আট ঘন্টা। এছাড়া ৮ ঘন্টার পর কাজ করলে পাবেন ওভারটাইম। বাড়তি ইনকাম। তাতে করে ১৫০০০ টাকা ইনকাম করা সম্ভব নতুনদেরও।