নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা ২০২১
আপনাদের জন্য কিছু সুন্দর জনপ্রিয় ইসলামিক এসএমএস ফেসবুক স্ট্যাটাস শুভেচ্ছা উক্তি লিখলাম । আশা করি এসএমএস বা স্ট্যাটাস গুলো আপনাদের কাছে ভালো লাগবে ।
ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ
ইসলামকে ভালবাসলে পাবে সম্মান
রাসুল (সঃ) কে ভালবাসলে হবে আদর্শবান
আল্লাহ কে ভালবাসলে পাবে দুজাহান।
পৃথিবীতে যা কিছু করবা কর, কিন্তু নামাজ বাদ দিও না।
কারন নামাজ তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে।
নামাজ পড় , অন্যকে পড়তে বলো। কোরআন তেলাওয়াত করো , অন্যকে করতে বলো। দিনে রাতে ১০ বার কালেমা পড়, অন্যকে পড়তে বলো। দিনে ২০ বার মৃত্যুর কথা স্মরণ করো। নিজে ভালো হও, অন্যকে ভালো হতে সাহায্য করো। বাবা মা কে সম্মান করো। অন্যকে করতে বলো। নিশ্চয়ই আল্লাহ তোমার মঙ্গল করবেন আমিন
পৃথিবী একটা ফিল্ম, যার ডিকেক্টর হলেন মহান স্রষ্ঠা। হিরো – হিরোয়িন হলো মানুষ , আর ভিলেন হল শয়তান। আর এই ফিল্ম টি মুক্তি পাবে কেয়ামতের দিন।
একদিন সাদা কাপড় পড়ে,
যেতে হবে অন্ধকার কবরে।
তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে,
একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে?
তাই আল্লাহকে ভয় করো
যখন তোমার জীবনের উপর আঘাত আসবে, ইসলাম দিয়ে তা প্রতিহত কর।
আর যখন ইসলামের উপর আঘাত আসবে, তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর। —- হযরত আলী (রাঃ)
নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা ২০২১/2021/2022
আয় ছেলেরা, আয় মেয়েরা , নামাজ পড়তে যাই।
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই।
৫ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন।
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন।
পৃথিবীতে একটি মাত্র ঘর। যার নাম “কাবা ঘর”। যার উপর দিয়ে আজ পর্যন্ত কোন পাখি বা বিমান উড়ে যেতে পারে নি।
বিপদের সময়-
পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও
আল্লাহ তায়ালার দরজা সব সময় খোলা থাকে।
কিয়ামতের দিন বেহেস্তের দিকে সর্বপ্রথম তাদেরকে আহবান করা হবে, যারা সুখে- দুঃখে আল্লহর প্রশংসা করে । (বায়হাকী)
নামাজের স্ট্যাটাস,Islamic status bangla 2021,ইসলামিক পোস্ট বাংলা,
ইসলামিক সুন্দর উক্তি
তোমরা একে অন্যের প্রতি হিংসা করোনা , ঘৃণা বিদ্বেষ করোনা এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়োনা
– মুসলিম
তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার পরিবার পরিজনের কাছে উত্তম।
– ইবনে মাজাহ
আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইকে সহযোগীতা করে।
– সহীহ মুসলিম
যে পবিত্র থাকতে চায় , তাকে আল্লাহ পবিত্র রাখেন।
– সহীহ বুখারী
আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম।
– বুখারী