Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

bengali love shayari for boyfriend

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

bengali love shayari for boyfriend,bengali love shayari for girlfriend ,new bengali love shayari 2021,
প্রেমের শায়েরি ছড়া ,প্রেমের শায়েরি ছবি ,মিষ্টি প্রেমের শায়েরি,প্রেমের শায়েরী লেখা ,

Today share some best Bengali love Shayari with lot picture.
আমি এখানে আপনার সাথে বাঙালি প্রেম শায়ারি সংকলন ভাগ করতে যাচ্ছি যার
মাধ্যমে আপনি আপনার প্রিয়জনেরসামনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন।
আজকাল বেশিরভাগ লোকেরা তাদের প্রেমীদের জিএফ বিএফকে মুগ্ধ করতে ভালোবাসার শায়ারি ব্যবহার করেন। শায়ারি ইন্টারনেটে সর্বাধিক ট্রেন্ডিং জিনিস, দম্পতিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ,
ইনস্টাগ্রাম ইত্যাদির মতো সোশ্যাল মিডিয়ায় বাংলা শায়ারি ব্যবহার করেন শায়ারি বাংলাকে ভালোবাসুন,
আপনি যদি বাংলা শায়ারি পড়তে পছন্দ করেন তবে আপনি সঠিক জায়গায় আছেন।
এই সমস্ত Bengali love Shayari girlfriend & boyfriends শায়ারিটি হৃদয় দিয়ে লেখা আপনি নীচে থেকে কপি করে করে নিতে পারেন এবং Facebook and whatsapp share করুন ।

Also, Read more / আরো দেখুন

রোমান্টিক ভালোবাসার ছন্দ, প্রেমের ছন্দ 2021

নতুন বছরের শুভেচ্ছা স্টাটাস ফেসবুকের

Best Bangali Love Shayari /সেরা লাভ শায়ারি

bengali love shayari for boyfriend

বৃষ্টি ভেজা আমার আকাশ
মনটা তাই উদাস উদাস,
মেঘের সাথে মিষ্টি কথন – দুই নয়নে অঝর শ্রাবন,
আমি আছি যেমন তেমন
বল তুমি আছ কেমন?

brsti bheja amara akasa –
manata ta’i udasa udasa,
meghera sathe misti kathana – du’i nayane ajharasrabana,
ami achi yemana temana –
bala tumi acha kemana??

সবাই বলে আমি খুব রাগী…
খুব কঠোর
তাহলে তোমার একটা ছোট্ট হাসি তে আমার এত কঠোর মনটা গলে যায় কেন বল তো?

Saba’i bale ami khuba ragi…
Khuba kathora
Tahale tomara ekaṭa chotta hasi te amara eta kathora manata gale yaya kena bala to?

মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন.

Misti camdera misti al,
basi tmaya aneka bhal.
Miti miti tarara mela,
dekhab tmaya sarabela.
Nisirate śanta bhubana,
ca’ib tmaya sarajibana.

* প্রেমে মনে শান্তি আনে দেহে আনে বল ,
প্রেম যদি সত্য হয় এটাই তার সঠিক ফল ।
দুটি হৃদয় এক হলে জীম আনন্দময় ।
বিপরীত হলে জীবন হয় বিষময় ।

Preme mone shanti aane dehe aane bol ,
Prem yadi satya hoj etai tar sathik phol
Duti Hridoy ek hole Jivan Anandamoi ,
Biparit hole hoi bishamoy

পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল,
ভালোবাসিস আমায়?
প্লীজ বল পেত্নি।

Puro prthibike breka’apa dibo.
sudhu ekabara bala,
bhalobasisa amaya?
Plija bala petni

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

bengali love shayari for girlfriend

ღღ তুমি তার জন্য হাঁসো,
যে তোমার জন্য কাঁদে.
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে.

Ghgh tumi tara jan’ya hamso,
ye tomara jan’ya kamde.
Tumi tara jan’ya haro,
ye tomara jan’ya jete.

তুমি আমাকে যতই কষ্ট দাও…….
আমি তোমাকে আপন করে নেবো,
তুমি আমাকে যতই দুঃখ দাও……
আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো,
তুমি যদি আমাকে ভালোবাসা দাও…..
তোমাকে এই বুকে জড়িয়ে নেবো,
আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও,
আমি তোমাকে সারাটি জীবন…….
নিরবে ভালোবেসে যাবো…….

এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.

যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥

Yato bhalabasa peyechi,
tomara kacha theke.Dustu e’i mana caya,
aro besi pete.Ki jani,
tomara madhye ki ache.Keno ye e mana caya,
tomake aro besi kare kache pete.

ღღ অল্প অল্প কথা থেকে কথামালার বৃষ্টি….
ছোট ছোট গল্প থেকে ভালোলাগার সৃষ্টি,
মাঝে মাঝে SMS পাঠালে ভালবাসা হয় মিষ্টি………..

alpa alpa katha theke kathamalara brsti….
Chota chota galpa theke bhalolagara srsti,
majhe majhe SMS pathale bhalabasa haya misti………

Bhula na sakoge mujhe bhul kar tum,
Main aksar khayalo me aata rahunga,
Kabhi yaad bnkr to kabhi khwab bnkr
Main neende tumhari churata rahunga.

love Shayari in Bengali for girlfriend | প্রেমিকার জন্য বেঙ্গলিতে শায়ারি ভালোবাসি

প্রেমিকার জন্য বেঙ্গলিতে শায়ারি ভালোবাসি

ღღ ফুল লাল পাতা সবুজ,
মন কেন এতো অবুজ ।
কথা কম কাজ বেশি,
মন চায় তোমার কাছে আসি ।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি ।

ღღ আমাদের দেশে হবে সেই মেয়ে কবে,মিসকল না দিয়ে,
ডাইরেক্ট কল দিবে।পাঁচ জনকে মন না দিয়ে একজনকে দিবে,,
সারা জীবন একজনকে ভালবেসে যাবে।

স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুঁজি আমি,মনের ঠিকানা ।
ছায়ার মত থাকবো আমি, শুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে..

পুরো পৃথিবীকে ব্রেকআপ দিবো।
শুধু একবার বল,
ভালোবাসিস আমায়?
প্লীজ বল পেত্নি।

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি লেখা পিকচার

প্রেমের শায়েরি লেখা পিকচার

আপনি কেন আমাদের শুরু করার মতো বিরক্ত করেন?
প্রেমীদের মতো আমাকে মাঝে মাঝে মনে রাখবেন
আমরা এমন কিছু মিস করছিলাম যা আপনার মনে নেই
আপনার মধ্যে এমন কিছু ছিল যা আমরা আপনাকে ভুলতে পারি নি।

যতো ভালবাসা পেয়েছি,
তোমার কাছ থেকে।দুষ্টু এই মন চায়,
আরো বেশি পেতে।কি জানি,
তোমার মধ্যে কি আছে।কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে॥
love shayari in bengali for girlfriend english

ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই-শংকর

ღღ তুমি তার জন্য হাঁসো,
যে তোমার জন্য কাঁদে.
তুমি তার জন্য হারো,
যে তোমার জন্য জেতে.

এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,
এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,
যদি কাছে আসতে দাও,
যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে.

সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না- নিমাই ভট্টাচার্য ক্রোধ।

আপনার ইচ্ছা আমাদের গল্প
এই গল্পটি এই সময়ের জন্য দয়ালু
আমাদের মৃত্যুর কথা জানেন না
তবে আমাদের জীবন আপনার জন্য কেবল উন্মাদ।

যারা হৃদয়গ্রাহী তাদের শাস্তি দিচ্ছেন না কেন
সবাইকে ভালবাসার জন্য প্রার্থনা করছিনা কেন,
লোকে বলে ভালবাসা একটি রোগ,
তাহলে ওষুধে কেন তার ওষুধ নেই।

আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে

সেই চেহারাটির দিকে তাকাবেন না
আপনাকে দেখতে অস্বীকার যারা
পৃথিবীতে সেই নজরে দেখুন
কে তোমার জন্য অপেক্ষা করছে

মনে রাখবেন যা তোমার নয়,
কি ব্যাপার যে আপনার নয়
হৃৎপিণ্ড কী না যার হৃদস্পন্দন নেই,
ভালোবাসা নেই এমন জীবন কী?

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

রাজার আছে অনেক ধন।
আমারআছে একটি মন।
পাখির আছে ছোট্ট বাসা।
আমার মনে একটি আশা।
তোমায় ভালোবাসা।

আমি যদি রাবার হতাম তোমার
জীবনের সব কষ্ট গুলো মুছে দিতাম
আর যদি পেন্সিল হতাম তোমার
জীবনের সুখ গুলো সুন্দর ভাবে লিখে দিতাম

ভালোবাসা মানে নিল প্রজাপ্রতি..
Balobasha মানে রুপালি উজান ।
ভালোবাসা মানে জোছনার গান ।
ভালোবাসা মানে উষ্ণ সুখের বরফ গলা নদী ।

চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়,
মন যে আমার সব সময় তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে?
মন বলে এখন তোমার লেখা পড়ছে যে!

নদীর জল শুকিয়ে গেলে থাকবে শুধু বালি
তুমি আমায় ভুলে গেলে ভুলবো না আমি
অনেক ভালোবাসা আসবে যাবে জীবন পাঠশালায়
আমার নামটা লিখে রেখো সবার নামের তলায় ।

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

আমি তাকেই ভালবাসি যে,
আমাকে বিশ্বাস করে।
আমি তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।

Ye Jo Ishq Ki Kitaab Hai
Kitni Ajeeb Kitaab Hai Ye
Kahi Jannat Ka Khwab Hai
To Kahi Dard Behisab Hai!

তুমি যদি না বুঝ।
বুঝবে তুমি আমায় কে?
যদি পরভাব,
আপনভাববে কে?
তুমি যদি কস্টদাও,
সুখ দিবে কে?
তুমি যদি ভুলে যাও।
মনে রাখবে কে?

হতে পার তুমি মন থেকে দুরে তথাপি,
রয়েছো মোর নয়ন পুরে॥
হয়তো তুমি নেই এই হৃদয়ে,
তবুও রয়েছো পরশের-ই ভিতরে।
কারণ,ভালবাসি শুধুই তোমারে॥

মানুষ যখন প্রেমে পড়ে,
তখন হাজার বছর বাঁচতে চায়,
আর যখন ব্যর্থ হয় তখন মুহূর্তেইমৃত্যু কামনা করে

মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,
ভালবেসে যেতামশুধু হাতে রেখে হাত.
সুখ যদি হৃদয় হততুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতামতোমায় ভালবাসি!

পুরো পৃথিবীকে আলোকিত,
‘করার জন্য যেমন,
একটা সূর্য যথেষ্ট,
ঠিকতেমনি পুরো জীবনকেসাজাতে মনেরমত একজন মানুষই যথেষ্ট।

এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন জানিনা যে এই জীবনে,
কে হবে আপন মনের মত চাই তারে,
চাই তার মন হবে কি তুমি,
আমার কাছের একজন

যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি।
যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি।
Jodhi না হাসি ভেবোনা অভিমান করেছি।
যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

প্রেম হচ্ছে গাড়ির মতো।
অভিমান হলো যানঝট,
কয়েকদিন কথা না বলা সেটা হরতাল।
ব্রেকআপ মানে চাক্কা পামচার/একসিডেন্ট

 

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

প্রদীপ জ্বালিয়ে রাখো, আঁধার কেটে যাবে,
চোঁখ বুজে রাখো, স্বপ্ন দেখতে পাবে.
মন খুলে রাখো, সুখ উড়ে আসবে,
হৃদয় দিয়ে দেখো,
তোমার মাঝেঁ আমাকে দেখতে পাবে.

Akaser Rong Nil Keno, Rater Rong Keno Kalo. Aj Ki Hoyeche Bolo Meye Tomar Mon Ki Nai Balo.
Durer Chad Hoy Na Apon Jochona Thake Kache.
Amar Biroho Tomar Bojar Khamota Ki Bolo Ashe
Ami je ke tomar

হাসাতে সবাই পারে,
তেমনি কাঁদাতেও পারে সবাই,
কাঁদিয়ে যে মানাতে পারে,
সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!!
আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে,
সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা

শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দাড়িয়ে,
হাত দুটো দাও বাড়িয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন।
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।

বুকের বাম পাশেহাত দিয়ে চোখ দুইটাবন্ধ করে এক মিনিট ভাবো-
তুমি কি সত্যি ভালোবেসেছিলা?
নাকি এ শুধুই আবেগ ছিলো?
ছিলো কিছু ভালোলাগা…
তুমি মিথ্যা বললেও,
মন কখনো মিথ্যা বলবে না
ভালোলাগা আর ভালোবাসা এক নয়
“আবেগ ফুরাতে কয়দিন ভালোবাসা চিরদিন

দেখো চাঁদের দিকে,
কত যে কষ্ট তার বুকে.
কখনো কালো মেঘ ঢেকে যায়,
কখনো সে জোত্সনা হারায়.
তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে,
কারন সে আকাশ কে ভালবাসে!

জীবনে হয়তো তুমিঅনেক কিছু পাবে,
আবার অনেক কিছু হারাবে,
কিন্তু কিছু পাওয়ার জন্যতোমার জীবনের
এমনকাউকে হারিওনাযে তোমাকে অনেক বেশীভালোবাসে!

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি,
জানতাম না কাকে বলে ভালো ভালবাসা,
সিখিয়েছ তুমি।

ভালোবাসার মুল বস্তু হলো বিশ্বাস,
একবার বিশ্বাস ভেঙ্গে গেলে সেই বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন।

প্রেম এক সুখ পাখি!
পুষতে হয় বুকের খাচায়।
সেই প্রেম পৃথিবীতে কাউকে
হাসায় আবার কাউকে কাঁদায়।

নীল রংগের পূরি তুমি
সাদা মেঘের হাসিঁকালু মেঘেরছায়া তুমি
অনেক ভাল বাসিকাশ ফুলেরসাদা রংআমি গায়ে মাখি,
ভোমার হাটারপথে আমি,ছায়া হয়ে থাকি,
তাই ত আমিতোমার,এতভালবাসি।

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি লেখা ছবি

প্রেমের শায়েরি লেখা ছবি

জীবনে হয়তো তুমিঅনেক কিছু পাবে,
আবার অনেক কিছু হারাবে,
কিন্তু কিছু পাওয়ার জন্যতোমার জীবনের
এমনকাউকে হারিওনাযে তোমাকে অনেক বেশীভালোবাসে!

যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি।
যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি।
Jodhi না হাসি ভেবোনা অভিমান করেছি।
যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও তেমনি একজনকে ভালবাসি।
তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা
তেমনি আমার ভালবাসা ও সে বোঝেনা।

নিল আকাশে তারার মেলা,
মধ্য রাতে চাদের খেলা,
স্নিগ্ধ সকাল, শিশির ভেজা,
সুধু দেখো, আমার প্রেমে কতো মজা।

বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ।
বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ।
Bondhu মানে হালকা হেসে চোখের কোনের জল।
বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ

যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।

দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভাসে।
কেউ কাঁদে কেউ হাঁসে, তাতে কি যায় আসে।
খুঁজে দেখো আশে পাশে,
কেউ তোমায় তার জীবনের চেয়ে বেশি ভালবাসে।

যে ভালোবাসা পেল না,
যে কাউকে
ভালোবাসতে পারল না,
সংসারে তার মতো
হতভাগা কেউ নেই।

ভালবাসা যা দেয় তার
চেয়ে বেশী কেড়ে নেয়

ভালোবাসা পাওয়ার
চাইতে ভালোবাসা
দেওয়াতেই বেশি আনন্দ।

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

প্রেমের ছবি ২০২১

 

ভালবাসি তোমায় এই হৃদয় জুড়ে জুড়ে,
তুমি ছাড়া বল থাকি কি করে।
মনে আমার জন্মানো তোমার ভালবাসা।
তুমি যে আমার প্রথম ও শেষ

যে ভালোবাসা পেল না,
যে কাউকে
ভালোবাসতে পারল না,
সংসারে তার মতো
হতভাগা কেউ নেই।

সারা শহর খুঁজে বেড়াই,
তোমার যদি দেখা পাই,
চোখ বুজলেই তোমায় দেখি,
খুললে দেখি তুমি নাই…

ভালবাসা চিরদিন বেচে থাকে,
কখনো কবিতা হয়ে,কখনো গল্প হয়ে,
কখনো স্মৃতি, কখনো আবার কারো চোখের জল হয়ে.

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,
ভালোবাসি মেঘলা নদীর কুল,
Balobashi উড়ন্ত এক ঝাঁক পাখি ।
আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।

প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান।
দুটি পাখির একটি নীড়, একটি নদীর দুটি তির ,
দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা।

প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না,
যা হয় তা হল ভালো লাগা ।
আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে
থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্ন টায়, পাবে তুমি আমায় ।

তুমি আমাকে বিশাল একটা আকাশ দিলে, কিন্তু স্বপ্ন
দিলা না
“মেঘ হয়ে অঝর বৃষ্টি দিলে,
কিন্তু একবার ভিজ্থে
দিলা না”
এমন এ ভালোবাসলে,
কিন্তু আপন করে নিলা না।

 

Bengali Love Shayari 2021, প্রেমের শায়েরি

কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায়.
Kichu কথা না বলাই রয়ে যায়.
কিছু ভালবাসা শুদু ভালবাসায় রয়ে যায়।

সুন্দর মনের থেকে সুন্দর
শরীর অনেক আকর্ষনীয়।
কিন্তু ভন্ডরা বলেন উলটো কথা

মানুষের জীবন হলো একটি ফুল
আর ভালবাস হলো মধুস্বরুপ

তো, বন্ধুরা, এটি ছিল আপনার জন্য সরবরাহ করা বাংলা প্রেম শায়ারি অনন্য সংগ্রহ। পুরো প্রেমের কবিতা সর্বকালের সেরা ফলাফল। আমি শীঘ্রই কিছু বিশেষ কবিতা সংকলন লিখতে যাচ্ছি। আপনি আপনার বয়ফ্রেন্ড / গার্লফ্রেন্ডের সাথে আমাদের কবিতা সংগ্রহও পাঠাতে পারেন। আপনি আপনার হৃদয়ের অনুভূতি প্রকাশ করতে উপরের বাংলা প্রেম শায়ারি চয়ন করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনও কবিতা সংগ্রহ থাকে যেমন আপনি যদি আপনার ডায়েরিতে কবিতা লিখে থাকেন তবে আপনি আপনার কবিতাটি মন্তব্য বাক্সে মন্তব্য করতে পারেন আমরা আপনার কবিতাটি আমাদের ওয়েবসাইটে আমাদের নামের সাথে রাখি। আপনি যদি আমাদের ওয়েবসাইট পছন্দ করেন, দেখার জন্য ধন্যবাদ তাই শেয়ার করুন। যোগাযোগ রাখুন ধন্যবাদ।

About Post Author

Related posts