ফিউজ ও সার্কিট ব্রেকারের মধ্যে পার্থক্য কি?
ফিউজ (Fuse) : এটি নরম ধাতুর তার সম্বলিত এমন প্রকার বস্তু যা তারের মধ্য দিয়ে প্রয়ােজনের বেশি কারেন্ট প্রবাহিত হলে
এর তার পুড়ে গিয়ে বৈদ্যুতিক বর্তনীকে উৎস হতে বিচ্ছিন্ন করে দেয় এবং মূল্যবান যন্ত্রপাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে।
বৈদ্যুতিক শক্তি প্রবাহের মাত্রার উপর ফিউজ তারের ক্ষমতা নির্ভরশীল এবং সেই অনুসারে সাধারণত 5 হতে 50 amp পর্যন্ত ফিউজ তার ব্যবহার করা হয়।
ফিউজ তার সাধারণ টিন ও তামার মিশ্রণ অথবা খাটি রূপা দ্বারা তৈরি হয়ে থাকে।
সার্কিট ব্রেকার ( Circuit Breaker ): বৈদ্যুতিক লাইনে স্বাভাবিক এবং অস্বাভাবিক অবস্থায় (Abnormal Conditions) সংযােগ অথবা
বিচ্ছিন্ন (Disconnect) করার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়। বিদ্যুৎ সরবরাহ লাইনে কোথাও বৈদ্যুতিক গােলযােগ বা
ত্রুটি দেখা দিলে সার্কিট ব্রেকার লাইনকে ট্রিপ (Trip) করে দেয় এবং ত্রুটিযুক্ত অংশকে আলাদা করে ফেলে। এতে স্থির কন্টাক্ট (Contact) বিচ্ছিন্ন হয়ে যায় এবং দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে।
রিলে (Relay) কি? বিলের কাজ ও ব্যবহার