কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায়?
দুই বা ততোধিক কম্পিউটারের আন্তঃসংযোগকে কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network) বলে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য সম্পদ ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন।
কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারে যে সুবিধাগুলো পাওয়া যায় নিম্নে তা উল্লেখ করা হলো:
১. প্রোগ্রাম ও ফাইল শেয়ারিং;
২. রিসোর্স শেয়ারিং;
৩. ডাটাবেস শেয়ারিং;
৪. ডাটা সংরক্ষণ;
৫. সামাজিক যোগাযোগ করা;
৬. ভিডিও কথাবার্তা;
৭. ক্লাউড কম্পিউটিং।