ক্লায়েন্ট (Client) বলতে কী বুঝ?
উত্তর: ক্লায়েন্ট (Client) একটা ইংরেজি শব্দ। কেউ যদি অন্য কারো কাছ থেকে কোনো ধরনের সেবা নেয়,
তখন তাকে ক্লায়েন্ট বলে। কম্পিউটার নেটওয়ার্কেও ক্লায়েন্ট শব্দটার অর্থ মোটামুটি সেরকম।
যে সব কম্পিউটার সার্ভার থেকে কোনো ধরনের তথ্য নেয় তাকে ক্লায়েন্ট বলে। যেমন, কোন কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠানো হবে। তাহলে সেই কম্পিউটার হবে ক্লায়েন্ট। নেটওয়ার্কের যে কম্পিউটারটি “ই-মেইল পাঠানোর কাজটুকু করে দেবে সেটা হবে সার্ভার” – এক্ষেত্রে ই-মেইল সার্ভার। নেটওয়ার্কের বিভিন্ন অংশকে সহজে চিহ্নিত করার জন্যই এই নামকরণগুলো করা হয়েছে।
কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝ?