চলন গতি কাকে বলে? কয় প্রকার? চলন গতির উদাহরণ
কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ঐ গতিকে চলন গতি বলে। টেবিলের ড্রয়ারের গতি, ঢালু তল দিয়ে কোনো বাক্স পিছলে পড়ার গতি, লেখার সময় হাতের গতি এগুলো সবই চলন গতির উদাহরণ। চলন গতি দুই প্রকার।
যেমন, (১) সরল গতি ও (২) বক্র গতি।