সমবেগ ও অসম বেগ কাকে বলে?
সমবেগ : সময়ের সাথে কোন বস্তুর অবস্থান পরিবর্তনের হার অপরিবর্তিত থাকলে এর বেগকে সমবেগ বলে।
শব্দের বেগ ও আলোর বেগ সমবেগের প্রকৃষ্ট প্রাকৃতিক উদাহরণ।
অসম বেগ : যদি গতিশীল কোন বস্তুর বেগের মান এবং দিক পরিবর্তিত হয় তবে তাঁর বেগকে অসম বেগ বলে।