হ্যাকার (Hacker) সম্পর্কে প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. হ্যাকার অর্থ কি?
উত্তর : হ্যাকার অর্থ সুদক্ষ অথচ অনিয়মতান্ত্রিক প্রোগ্রামার।
প্রশ্ন-২. হ্যাকিং ও হ্যাকার কি?
উত্তর : কম্পিউটার নেটওয়ার্কে দুটি অত্যন্ত পরিচিত শব্দের নাম হলাে হ্যাকিং ও হ্যাকার।
বিনা অনুমতিতে কোনাে প্রােগ্রামের মাধ্যমে অন্যের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা বা ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলে।
হ্যাকিং এর সাথে জড়িত ব্যক্তিকে হ্যাকার বলে। এক কথায় অনিয়মতান্ত্রিক প্রােগ্রামারই হলাে হ্যাকার। হ্যাকিং ও
হ্যাকার কম্পিউটার নেটওয়ার্কের দুটি নেতিবাচক নাম, যা ব্যবহারকারীদের বিব্রত করে থাকে।
প্রশ্ন-৩. হ্যাকার কত প্রকার ও কি কি?
উত্তর : হ্যাকারকে প্রধানত ৩ ভাগে ভাগ করা হয়ে থাকে।
১। সাদা টুপির হ্যাকার
২। কালোটুপির হ্যাকার
৩। ধূসর টুপির হ্যাকার
প্রশ্ন-৪. এথিক্যাল হ্যাকার কাকে বলে?
উত্তর : যে সকল হ্যাকার কোনো সিস্টেমের উন্নতির জন্য সেই সিস্টেমের নিরাপত্তা ত্রুটিগুলো খুঁজে বের করে তাকে এথিক্যাল হ্যাকার বলে।
প্রশ্ন-৫. গ্রে হ্যাট হ্যাকার কি?
উত্তর : গ্রে হ্যাট হ্যাকার হলো হোয়াইট ও ব্ল্যাক হ্যাট হ্যাকার এর সমন্বিত রূপ। এরা হ্যাকিং করার পর আপনার সাইটটি ধ্বংস করবে না, তবে কিছু সুবিধা ঠিকই আদায় করে নেবে।
প্রশ্ন-৬. ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাজ কী?
উত্তর : ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাজ হচ্ছে অবৈধভাবে কোনো ব্যবহারকারীর কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে অসৎ উদ্দেশ্য সাধন করা।
প্রশ্ন-৭. হ্যাকিং কাকে বলে?
উত্তর : প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলে।
প্রশ্ন-৮. হ্যাকার কেন হ্যাক করে?
উত্তর : এক কথায় বলতে গেলে একজন হ্যাকার হ্যাক করে থাকে তিনটি মূল বিষয়কে সামনে রেখে-
১. স্বীকৃতি, ২. সম্মান ও ৩. খ্যাতি। তবে এটা ঠিক, একজন হ্যাকার স্বীকৃতি, সম্মান ও খ্যাতি অর্জন করার জন্য কাউকে বাহক হিসেবে ব্যবহার করে না।
সম্পূর্ণ নিজ সৃষ্টিশীলতা, জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার ও সাধনার মাধ্যমে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং কিছু নির্দিষ্ট ডিভাইস ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সে তার আত্মপ্রকাশ ঘটায়।
প্রত্যেক হ্যাকারের নিজস্ব কিছু চিন্তাভাবনা ও পদ্ধতি থাকে – যা তার সাক্ষ্য বহন করে। হ্যাকিং মূলত চিন্তা ভাবনা, ধারণা, সৃষ্টিশীলতা, জ্ঞান, কৌতূহলের এক অবাক করা সমন্বয়।
প্রশ্ন-৯. হ্যাকার কে?
উত্তর : হ্যাকার হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিরাপত্তা/অনিরাপত্তার সাথে জড়িত এবং
নিরাপত্তা ব্যবস্থার দুর্বল দিক খুঁজে বের করায় বিশেষভাবে দক্ষ অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করাতে সক্ষম বা এর সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী।