স্থিতি ও গতির মধ্যে পার্থক্য কি?

স্থিতি ও গতির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–

স্থিতি

  1. সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না করা হলো স্থিতি।
  2. যে সকল বস্তু চলমান নয় তারা স্থিতি অবস্থায় থাকে।
  3. ঘরবাড়ি, দালান-কোঠা, গাছ ইত্যাদি পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির।

গতি

  1. সময়ের সাথে পর্যবেক্ষণের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করা হলো গতি।
  2. যে সকল বস্তু চলমান তারা গতি অবস্থায় থাকে।
  3. চলমান ট্রেন, চলন্ত বাস ও গাড়ি, চলমান সাইকেল ও রিক্সা প্রভৃতি পারিপার্শ্বিকের সাপেক্ষে গতিশীল।

ত্বরণ কি? ত্বরণ কোন ধরনের রাশি? ত্বরণের মাত্রা এবং একক কি?

About Post Author

Related posts