তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে?

তাপমাত্রার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে?

-273°C অর্থাৎ পরমশূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তারপর প্রতি ডিগ্রীকে এক
ডিগ্রী সেলসিয়াসের সমান করে বিজ্ঞানী লর্ড কেলভিন তাপমাত্রার যে নতুন স্কেল প্রণয়ন করেন তাকে তাপমাত্রার পরম স্কেল বা
কেলভিন স্কেল বলে। পূর্বে পরম স্কেলে তাপমাত্রার একক °A (Degree Absolute) ব্যবহৃত হলেও পরবর্তীতে °K (Degree Kelvin) এবং বর্তমানে শুধু K (Kelvin) ব্যবহৃত হয়।

থার্মোমিটার (Thermometer) কি? কয়েকটি থার্মোমিটারের নাম

About Post Author

Related posts