প্রসেসর (Processor) কি? প্রসেসরের প্রকারভেদ
পিসির প্রধান কাজ করে প্রসেসর। একে পিসির মস্তিষ্ক বলা হয়। প্রসেসরের উপর ভিত্তি করেই পিসির ক্ষমতা নির্ধারিত হয়। যত বেশি ক্ষমতার (ক্ষমতা মাপার একক হল মেগাহার্টস MHz) প্রসেসর হবে পিসি তত দ্রুত কাজ করবে। মাদারবাের্ডের চিপসেট প্রসেসরসহ র্যাম ও অন্যান্য যন্ত্রাংশের সাথে যে গতিতে যােগাযােগ ঘটাতে সক্ষম তাকে ফ্রন্টসাইড বাস স্পিড বলা হয়। যে প্রসেসরের বাস স্পিড যত বেশি সেটি তত উন্নত প্রসেসর হিসেবে বিবেচিত হয়ে থাকে। বর্তমান তিনটি কোম্পানির তৈরি প্রসেসর বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়। কোম্পানি তিনটি হলঃ ইন্টেল, AMD ( Advanced Micro Device ), সাইরিক্স (একে IBM ও বলা হয়)। সারা বিশ্বে ইন্টেলের প্রসেসর বেশি ব্যবহৃত হয়।
প্রসেসরের প্রকারভেদ
কম্পিউটারে প্রসেসরের সাংগঠনিক কার্যাবলির ধরনের ওপর চার ধরনের প্রসেসর দেখা যায়। সেগুলো হলোঃ
১. প্যারালাল প্রসেসর
২. পাইপ লাইন প্রসেসর
৩. এ্যারে প্রসেসর
৪. মাল্টিপ্রসেসর
মেমােরি কার্ড (Memory Card) কি? মেমোরি কার্ডের বৈশিষ্ট্য