স্ক্যানার (Scanner) এবং ওএমআর (OMR) এর মধ্যে পার্থক্য কি?

স্ক্যানার (Scanner) এবং ওএমআর (OMR) এর মধ্যে পার্থক্য কি?

স্ক্যানার
১. স্ক্যানারের মাধ্যমে যেকোনাে ডকুমেন্ট বা ছবিকে হুবহু স্ক্যান করে কম্পিউটারে ইনপুট নেয়া যায়।
২. সাধারণত ক্যামেরায় তােলা প্রিন্টকৃত ছবি এবং কাগজে মুদ্রিত ছবি স্ক্যানারের সাহায্যে কম্পিউটারে প্রেরণ করা হয়।
৩. বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারের সাহায্যে স্ক্যান করা ছবিকে এডিট করা যায়।
৪. লেখা বা ছবিকে অপটিক্যালি স্ক্যান করে এবং ডিজিটাল ডেটা হিসেবে কম্পিউটারে সরবরাহ করার কাজে স্ক্যানার ব্যবহৃত হয়।
৫. স্ক্যানারের মাধ্যমে ছবিকে উচ্চ রেজ্যুলেশনে স্ক্যান করে নেয়া যায়।

ওএমআর

১. ওএমআর এর মাধ্যমে দাগকে সনাক্ত বা পড়তে নিয়ে তা ইনপুট আকারে গ্রহণ করা যায়। যেমন– কালির সাহায্যে ভরাটকৃত কোনাে বৃত্তকে পড়া।
২. ওএমআর বিশেষ কাগজের উপর কালির বা পেন্সিলের দাগ বুঝতে পারে।
৩. ওএমআর বিশেষ ব্যবস্থায় বৈদ্যুতিক সিগন্যালে বােধগম্য করে কম্পিউটার দাগের অস্তিত্ব নির্ণয় করে। সম্পাদনার কোনাে বিষয় এতে জড়িত নেই।
৪. সাধারণত নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র পরিচিতিমূলক তথ্যাবলি এবং জরিপ সংক্রান্ত কাজে ওএমআর ব্যবহৃত হয়।
৫. ওএমআর এর ক্ষেত্রে রেজ্যুলেশন সুবিধা নেই।

কার্নেল (Kernel) কি? কার্নেলের কাজ

About Post Author

Related posts