ডায়নামো (Dynamo) কাকে বলে? ডায়নামো কত প্রকার ও কি কি?
যে তড়িৎ যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে জেনারেটর বা ডায়নামো (Dynamo) বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে ডায়নামো তৈরি করা হয়। ঘরবাড়ি, কারখানায় তড়িৎ সরবরাহ করার জন্য ব্যবহার করা হয়।
ডায়নামো দুই প্রকার। যথা-
১। পরিবর্তী প্রবাহ ডায়নামো এবং
২। একমুখী প্রবাহ ডায়নামো।
তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহের একক কি?