যে আদর্শ পরিমাণের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে।
এককের প্রকারভেদ
একক তিন প্রকার। যথা–
প্রাণী টিস্যু কাকে বলে? প্রাণী টিস্যুর কাজ
১. মৌলিক একক,
২. লব্ধ, প্রাপ্ত বা যৌগিক একক এবং
৩. ব্যবহারিক একক।
মৌলিক একক: যে একক অন্য কোনো এককের উপর নির্ভর করে না এবং একেবারে স্বাধীন তাকে মৌলিক একক বলে।
লব্ধ বা যৌগিক একক: যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় বা পাওয়া যায় তাদেরকে লব্ধ একক বলে। সাতটি মৌলিক একক বাদে বাকি সব একক লব্ধ একক।
ব্যবহারিক একক: কোনো কোনো মৌলিক একক খুব বড় বা ছোট হওয়ার ব্যবহারিক কাজে তাদের উপগুণিতক (ভগ্নাংশ) বা গুণিতককে একক হিসেবে ব্যবহার করা হয়। এর নাম ব্যবহারিক একক।