দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলে।
অস্থিসন্ধির প্রকারভেদ
অস্থিসন্ধি সাধারণত তিন ধরনের হয়। যেমন–
একক কাকে বলে? একক কত প্রকার ও কি কি?
নিশ্চল অস্থিসন্ধি: নিশ্চল অস্থিসন্ধিগুলো অনড় অর্থাৎ নড়ানো যায় না, যেমন করোটিকা অস্থিসন্ধি।
ঈষৎ সচল অস্থিসন্ধি: এসব অস্থিসন্ধি একে অন্যের সাথে সংযুক্ত থাকলেও সামান্য নড়াচড়া করতে পারে। ফলে আমরা দেহকে সামনে, পিছনে ও পাশে বাঁকাতে পারি। যেমন- মেরুদন্ডের অস্থিসন্ধি।
পূর্ণ সচল অস্থিসন্ধি: এ সকল অস্থিসন্ধি সহজে নড়াচড়া করানো যায়। এ জাতীয় অস্থিসন্ধির মধ্যে বল ও কোটরসন্ধি, কবজাসন্ধি প্রধান।