ডপলার ক্রিয়া কি? ডপলার ক্রিয়ার প্রয়োগ
শব্দের উৎস এবং শ্রোতার মধ্যে আপেক্ষিক গতির ফলে শ্রুত শব্দের কম্পাঙ্কের যে আপাত পরিবর্তন হয় তাকে ডপলার ক্রিয়া বলে। ডপলার ক্রিয়া শব্দ বিজ্ঞানের অন্যতম একটি আলোচ্য বিষয়। ১৮৪২ সালে অস্ট্রিয়ার পদার্থবিদ ডপলার এ সূত্র প্রদান করেন।
ডপলার ক্রিয়ার প্রয়োগ
১. তাড়িতচৌম্বক তরঙ্গের ডপলার ক্রিয়া জ্যোতির্বিজ্ঞানে ব্যবহার করা হয়।
২. রাডারের সাহায্যে যেসব বস্তু সনাক্ত করা হয় তাদের গতি নির্ণয়ের জন্য ডপলার ক্রিয়া ব্যবহার করা হয়।
৩. মানবদেহের রক্ত প্রবাহের দ্রুতি নির্ণয়ে ডপলার ক্রিয়া ব্যবহার করা হয়।
৪. রক্ত কণিকায় ইমেজিং এ ডপলার ক্রিয়া ব্যবহার করা হয়।
ঘর্ষণ কাকে বলে? কত প্রকার ও কি কি? ঘর্ষণের সুবিধা ও অসুবিধা কি কি?