ঘূর্ণন চলন গতি কাকে বলে? ঘূর্ণন চলন গতির উদাহরণ
যখন কোনো বস্তুর একই সাথে চলন গতি ও ঘূর্ণন
গতি উভয়ই থাকে তখন তার গতিকে ঘূর্ণন চলন গতি বলে। অর্থাৎ, এ ক্ষেত্রে দুটি গতি থাকে।
এ গতিকে জটিল গতি বা মিশ্র গতিও বলা হয়। ড্রিল মেশিনের গতি, চলমান বাসের চাকার গতি, গরুর গাড়ির চাকার গতি, সাইকেলের চাকার গতি প্রভৃতি ঘূর্ণন চলন গতির উদাহরণ।