প্রাস কাকে বলে?
কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে কোন স্থানে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বা প্রজেক্টাইল বলে।
বাতাসের বাধা বা অন্যান্য ঘর্ষণজনিত বল কার্যকর না থাকলে প্রাসের গতিপথ দ্বিমাত্রিক হয় এবং তা একটিমাত্র প্যারাবোলা বা পরাবৃত্তের (অধিবৃত্তের) সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়।
চলরাশি (Variable) ও ধ্রুব রাশি (Constant) কাকে বলে? চলরাশি কত প্রকার ও কি কি?
যে বেগে একটি প্রাসকে নিক্ষেপ করা হয়, তাকে নিক্ষেপণ বেগ এবং অনুভূমিক দিকের সাথে যে কোণে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ কোণ বলে।
উদাহরণঃ উর্ধ্বে নিক্ষিপ্ত বর্শা, তীর, ঢিল ইত্যাদি।
এখানে যা শিখলাম–
প্রাস বা প্রজেক্টাইল কাকে বলে?; প্রাসের গতিপথ কেমন হয়?; নিক্ষেপণ বেগ কাকে বলে?; নিক্ষেপণ কোণ কাকে বলে?;