Miss you বাংলা sms 2021, বন্ধুদের মিস করার স্ট্যাটাস ২০২১
তুমি অনেক লাকি?
কারণ তোমায় মিস করলে তোমার কাছে কোনো নোটিফিকেশন যায় না?
যদি যেতো তাহলে তুমি কখনো ঘুমাতে পারতে না।
মনেরই নীল খামে,প্রথম চিঠি তোমার নামে।তাও আবার মনে মনে,পাঠিয়েছি মোবাইল ফোনে,পড়ে দেখ শেষ লাইন,মিস করছি all time , I MISS You
অপরাধি বাংলা এসএমএস, কবিতা ,স্বার্থহীন ভালোবাসার SmS
বৃস্টি ভেজা বরষা দিনে খুজি তোমায় আনমনে,
বলনা কেমন আছ তুমি বৃস্টির রিমঝিম এই ক্ষনে?
miss you……
কখনো জানতে চাওনী কেমন আছি,
দুরে থাকি বলে ভাবছ ভুলেই গেছি,
ভাবছ আমি অন্য কাওকে নিয়ে ভাবি,
সবি যদি বুঝ তাহলে কেন বুঝনা
আমি তোমায় কতটা মিস করি.
বন্ধু যদি হও ,মেঘ এর মত, দুরে যেতে দিব না তো,
বন্ধু যদি হও ,পাখির মতো , উড়ে যেতে দিবো না তো,
কি করে বোঝাবো তোমায় Miss করছি কতো ।
যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশাপাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছেমিছি,
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর sms দিতাম।
ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে তবে জলে কেনো?
জল তো সাগরে, তবে চোখে কেনো?
মন তো আমার তবে বার বার
তোমাকে মনে পরে কেনো ?
মন ভালো নেই, বারে বারে মনে হয় তুমি কাছে নেই,
কেন কাটেনা সময়, সাতটি রঙে তোমাকে খুঁজে বেরাই।
বৃষ্টি শেষে দেখা না হলে বড় অভিমান হই।
রাত কাটে নিরঘুম, আমি নিশচুপ,নিঃশব্দ ভেবে যাই।
কাছে চাই তোমায় এতোটাই।
“– মনে পরে তোমায় –”
মনে রাখব তোমাকে চিরদিন,
তুমি যেখানেই থাক যতদিন.
তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতি ঘর,
যদিও তুমি হয়ে গেছ আমার পর,
তবুও মিস করব তোমায় জীবন ভর.
টিপ টিপ বৃস্টি পরছে অঝোরে
আজ সারা দিন ধরে
বিসন্ন ভাবনায় কাটে না সময়,
তাকে শুধু মনে পরে_
Miss you বাংলা sms 2021, বন্ধুদের মিস করার স্ট্যাটাস ২০২১
তুমি কি অনুভব করতে পারো
আমার হৃদয় ভাঙ্গার বেদনা?
তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না?
যদি তুমি আমাকে বুঝতে তবে
আমাকে একা ফেলে চলে যেতে না
I Miss U
তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়,
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি নাই… I miss u
গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,
মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে,
তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে.
‘I miss you”
মাঝে মাঝে তোমার কথা ভেবে
আমার চোখে পানি এসে পড়ে
এতটা miss করি তোমাকে
আবার সাথে সাথে যখন তোমার সাথে
কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে
তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি
“I miss U”
জানিনা কিভাবে তোমার দেখা পাবো,
জানিনা কিভাবে তোমাকে কাছে
পাবো,
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।
শুধু জানি এই অবুজ মনটা
”অনেক মিস করে তোমায়”।
আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই,
হায় হৃদয়ের ঋন শুধু হৃদয়ে বাড়াই ,
মনে কি পরে না স্মৃতির ফুল তোলা,
সোনালী সুতোয় বোনা হারানো সে দিন,
মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি,
মনে কি পরে না,মনে কি পরে না
এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে,
এখন ও তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে,
হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি,
লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি
_আই মিসস ইউ_
যখন তোমাকে খুব মিস করি,
তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি
জানি সেখানে তোমাকে দেখব না
কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,
দুজনে এক আকাশের নিচেই তো আছি
“– মনে পরে তোমায় –”
সাঁজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে,
তুমি কি রাগ করেছো গোলাপ দেয়নি বলে,
তুমি তো বন্ধু আমার গোলাপের চেয়েও দামি,
তাইতো তোমায় সব সময় মিস করি আমি.
বৃষ্টি হীন দিনের ঘুম হীন রাত্রি,
তারা হীন আকাশের দিশা হিন যাত্রি।
সব মিলিয়ে বিষন্ন এ পৃথিবী।
তার পরও প্রশ্ন করছি কেমন আছ?
Miss you বাংলা sms 2021, বন্ধুদের মিস করার স্ট্যাটাস ২০২১
চিটাগং টু ঢাকা। বন্ধু আমি একা!
খুলনা টু রাজশাহী তোমায় আমি ভালবাসি!
বারিশাল টু সিলেট করনা আমায় ডিলেট!
ওমান টু দুবাই কেমন আছো সবাই?
কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ,
না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ,
যেখানে আছো যেভাবে আছো ভালো থেকো
মন চাইলে জানিয়ে দিও কেমন আছো তুমি?
জীবন মরন তোমার নামে দিব আমি লিখে,
মিষ্টি করে বন্ধু তুমি তাকাও আমার দিকে।
তোমার মনের সব খবর রাখতে চাই আমি,
সব শেষে বল বন্ধু কেমন আছ তুমি?
রাতের বেলা খোলা আকাশ মনটা হলো একটু উদাস,
তারার সাথে দূর আলাপন আকাশটা এখন তুষার প্লাবন,
আমি আছি যেমন তেমন বন্ধু তোমরা আছো কেমন?
অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই।
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই।
সর্বপরি জানতে চাই তুমি কেমন আছো
আমার ভাবনা বলে “I miss you”
আমার মন বলে
“I feel you”,
আমার চোখ বলে “I see you”,
আমার হৃদয় বলে
“I like you”,
আমার এসএমএস বলে “How Are You”
সেই সেদিন থেকে ঝুলে শূন্যের কাটা-
তারে দিক ভ্রান্ত, বিভ্রান্ত আমি
মিথ্যে মরিচিকায় তোমাকে খুঁজেছি।
আজ বড় জানতে ইচ্ছে করছে কেমন আছ তুমি?
এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন
এক পাশে নীল আর এক পাশে
কাশবন ,
এক পাশে সমুদ্র আর একপাশে পাহার ,
এক পাশে তুমি ; আর এক
পাশে আমি
বলনা জানু পাখী কেমন আছো তুমি?
পাখির ঠোটে চিঠি দিলাম তুমি খুলে পড়,
স্বপ্ন দেখে ভয় পেলে হাতটা চেপে ধর।
রাত জাগা পাখির মত জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায় কেমন আছ তুমি?
Bangla Facebook Status Collection, Miss You এসএমএস বাংলা, এস এম এস, বাংলা Miss You এসএমএস, বাংলা এসএমএস, বাংলা ফেসবুক স্টাটাস, বাংলা ফেসবুক স্ট্যাটাস, মনে করার এসএমএস, মনে পরার Sms, মনে পরার এসএমএস, মিস ইউ Sms, মিস ইউ এসএমএস


 
                            