বাংলা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের sms 2021
টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে!
এ প্রান শুধু তোমায় ডাকে,
আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে।
সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে
আকাশের তারা,বাগানের ফুল.বাড়ির কাছে,প্রেম করা ভূল.
একজন প্রকৃত প্রেমিক শত শতমেয়েকে ভালবাসে না.
বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে
১৪ ফেব্রুয়ারির কিছু মেসেজ, ছন্দ এসএমএস ২০২১
একটা আঁকাশে অনেক তাঁরা। একটা জীবনে দূঃখ ভরা। অনেক রকম প্রেমের ভুল।
ভুলের জন্য জীবন দিবো।
তবুও আমি তোমারই রবো।
ভালোবাসা দিবসের sms, Valentine’s Day Sms বাংলায়
চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া জর না করে প্রজাপতির মতন আলত করে ধরে রাখতে চেয়েছিলাম।
আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।
ফুল লাল পাতা সবুজ,মন কেন এতো অবুজ ।কথা কম কাজ বেশি,মন চায় তোমার কাছে আশি ।মেঘ চায় বৃষ্টি,
চাঁদ চায় নিশি,মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি
পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলিরজন্যে কিন্তু টাকা লাগে না ।বিনা মুল্যে পাওয়া যায় যেমন জোছনা,
বর্ষার দিনের বৃষ্টি,মানুষের ভালবাসা|
মানুষ ভালবাসার পাগল.একটুখানি ভালবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে.
পৃথিবীটা তোমারি থাক,পারলে একটু নীল দিও।আকাশটা তোমারি থাক,পারলে একটু তারা দিও।
মেঘটা তোমারি থাক,শুধু একটু ভিজতে দিও।মনটা তোমারি থাক,পারলে একটু জায়গা দিও ॥
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে,এক সাগর ভালবাসা রয়েছে এ বুকে ,যদি কাছে আসতে দাও,যদি ভালবাসতে দাও,
এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
একটা আকাশ বাতাসের জন্য,একটা সাগর নদীর জন্য, একটা ফুল ভোমরার জন্য, আর আমি শুধু তোমার জন্য।
বাংলা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের sms
রাজার আছে অনেক ধন. আমারআছে একটি মন. পাখির আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা.তোমায় ভালোবাসা.
দুর নিলিমায় রয়েছি তুমার পাসে।খুজে দেখ আমায় পাবে হ্রিদয়ের কাছে। শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।যে গানে খুজে পাবে ভালবাসার টান।
কখনোও কী লিখেছো স্বপ্নের কবিতা হৃদয়ে,ভালবাসার শ্রাবন নামবে মনের আকাশ ছুঁয়ে।এক আকাশে উড়বো দুজনে স্বপ্নের ডানা মেলে
করবো তোমায় আলোকিত সুখের প্রদীপ জ্বেলে,চাওয়া পাওয়ার স্বপ্নে॥
ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ একটা অনুভুতি,
যা কেবল – শুধু মাত্র ভালবাসার মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয়
যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই, সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালবাসি তোমাকেই!
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলে যেতে রাজি. ভুলতে হয়তো কোনদিন ও পারবো না, তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো!
ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা…সেথা লেখা ছিল হাজার স্বপ্নের কথা..ছিরতে পারিনি আমার মনের পাতা..যেখানে জমে আছে আছে জীবনের অনেক ব্যাথা!
দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট তার বুকে.. কখনো কালো মেঘ ঢেকে যায়,, কখনো সে জোত্সনা হারায়.
তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে, কারন সে আকাশ কে ভালবাসে!
কখনো সে জোত্সনা হারায়. তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে, কারন সে আকাশ কে ভালবাসে!
bangla sms,bangla love sms, bangla 14 February love days sms, bangla new sms 2021,bangla joke sms, valentine days wish sms, banglish love wish sms, www. janarupay. com. bd. net .gov .int,bd sms 2021, my sms bd. com,বাংলা এসএমএস ২০২১-২২,ভালবাসার এসএমএস, বাংলা নিউ এসএমএস ২০২২,ভালবাসার নতুন এসএমএস,১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের এসএমএস, বাংলা লাভ উইস এমএসএম,ভালবাসার বার্তা,মেসেজ,প্রিয় বন্ধুর এসএমএস,বাংলা।ভেলেনটাইন ডে সেরা এসএম এস, প্রেমের এসএমএস।