উবুন্টু (Ubuntu) কি?
উবুন্টু (Ubuntu) হচ্ছে একটি জনপ্রিয় ওপেন সোর্স কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটি লিনাক্স ডিস্ট্রিবিউশনের উপর ভিক্তি করে তৈরি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রচলিত একটি প্রবাদ ‘উবুন্টু’ থেকে এর নামকরণ করা হয়েছে, যার অর্থ হলো ‘অপরের জন্য মানবতা’। প্রাথমিকভাবে পার্সোনাল কম্পিউটারে ব্যবহারের জন্য উবুন্টু তৈরি করা হয়েছে। তবে এর সার্ভার সংস্করণও রয়েছে।