কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি?
কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, যা সে দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে। দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে।
কেন্দ্রীয় ব্যাংকের কাজ
কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো হলো–
দেশের কাগজি মুদ্রার প্রচলন ও মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল রাখা।
মুদ্রার অভ্যন্তরীণ ও বহির্মূল্য স্থিতিশীল রাখা।
সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব-নিকাশ করা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা।
ঋণ নিয়ন্ত্রণ করা।
আর্থিক সংকটের সময় বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করা।
প্রয়োজনবোধে সরকারকে ঋণ প্রদান ও আর্থিক ব্যাপারে পরামর্শ দেওয়া।
নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন করা।
অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করা।
নিজ দেশে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ও বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করা।
স্বর্ণ, রৌপ্য প্রভৃতি মূল্যবান ধাতু ও উপার্জিত বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা।