বন্ধুদের নিয়ে ফানি স্ট্যাটাস
আজকের আর্টিকেলে আমরা বন্ধুত্ব নিয়ে মজার এবং হাসির কিছু ফেসবুক ক্যাপশন,
ছন্দ, স্ট্যাটাস উপস্থাপন করব।
১/ হাসির সময় যার সাথে হাসির কারণ না শেয়ার করলে হাসি অপূর্ণ থেকে যায়,
সেই তো আমার বন্ধু।
হাজার পাপ পূণ্যের ভাগীদার যাকে করা যায় ,
তাকেই তো আমরা বন্ধু মানি।
ভ্যালেন্টাইন ডে ২০২১ সেরা কিছু এসএমএস
২/ হাজার ব্যার্থতা শেষে যাকে সাথে নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে অতীতের সব স্মৃতি মনে করে কাঁদতে কাঁদতে হঠাৎ করেই হাসির ফোয়ারা তোলা যায়।
প্রেমিকার সাথে ব্রেকআপ করে হতাশ হয়ে বসে থাকার সময় যার সঙ্গ নিয়ে ব্রেকআপ পার্টি করা যায় সেই তো আমার বন্ধু।
আমি সারাজীবন তাকে পাশে চাই,
যে কোন কিছুর বিনিময়ে।
৩/ বন্ধু মানেই ভালোবাসা,
বন্ধু মানে হাজার কষ্টের মধ্যেও একটুখানি হাসা।
বন্ধু মানে চরম বেদনাদায়ক মূহূর্তে একটুখানি আশা।
বন্ধুদের নিয়ে ফানি স্ট্যাটাস
৪/ জীবনে অনেক বন্ধু পেয়েছি, সুসময়ে সবাই পাশে ছিল।
দুঃসময় এসে বুঝিয়ে দিয়েছে তারা আমার বন্ধু ছিলোনা,
শুধু তুই একমাত্র যাকে সবসময় পাশে পেয়েছি।তোর মতো বন্ধু যেন সবার জীবনে আসে।
৫/ তোকে ছাড়া একটা সময় অনেক দূরে থাকতে হবে,এ আমার কল্পনাতীত।চরম ব্যস্ততাও আমাদের আড্ডা দমিয়ে রাখতে পারে না অথচ সময় একদিন আমাদের দূরে করে দেবে।
যত ই দূরে থাকি না কেন তোর আর আমার মন চিরকাল এক থাকবে বন্ধুত্ব নামক অদৃশ্য সুতোর বাঁধনে।
৬/ পকেট শূন্য থাকলেও সন্ধ্যা বেলায় চায়ের আড্ডা ঠিক ই চলেছে, একবুক হতাশা থাকলেও মজা করে হলেও যে বুঝিয়েছে মামা আমার মতো কষ্টে থাকলে তো তুই দেবদাস কেও হার মানাতি। হাজার কষ্টের মধ্যেও যার দুষ্টু মিতে ঠোঁটের কোণে একফালি হাঁসি নেমে আসে, সেই তো বন্ধু নামে আমার কাছে এক পশলা শান্তি।
৭/ যাকে জীবনের সকল গোপনীয়তা শেয়ার করে নিশ্চিত থাকা যায়,
হাজার গালাগালি করলেও যার মধ্যে এক ফোঁটা ও খারাপ লাগা দেখা দেয় না বরং গালাগালি কে বেশ এনজয় করে সেই তোমার প্রকৃত বন্ধু।
৮/ পরিবারের পরে ভরসার আরেক জায়গা বন্ধু নামের মানুষটি।তবে অনেকেই বন্ধুর বেশে থাকলেও উপযুক্ত সময়ে তারা তাদের আসল রূপ প্রকাশ করে,
তারা বন্ধু নয় বন্ধু নামের লুকিয়ে থাকা শত্রু। প্রকৃত বন্ধু বিপদে-আপদে, সুসময়ে সব সময় পাশে থাকে।
৯/ বন্ধুত্ব পৃথিবীতে না থাকলে হয়তো কোন মহৎ কাজ সম্পন্ন হতো না, চরম ব্যক্তিগত সুখ -দুঃখ ,হতাশা ভাগাভাগি করার মতো কোনো মানুষকে হয়তো পাওয়া যেত না।
বন্ধুত্ব সত্যিই সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ স্বরূপ।
১০/ স্কুল লাইফে যে বন্ধু পেয়েছো তারা তোমার স্ট্যাটাস দেখে বন্ধু হয়নি, তুমি যখনি বড় কোন পদে আসতে পেরেছ, অনেকেই তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে। বড় পদে আসীন হওয়ার পর তোমার যে বন্ধু হয়েছে সেগুলো তোমার প্রকৃত বন্ধুর নাও হতে পারে তবে স্কুল লাইফের যে বন্ধুগুলো ছিল অবশ্যই সেগুলো তোমার প্রকৃত বন্ধু।