রাশি কাকে বলে? রাশি কত প্রকার ও কি কি?
যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। রাশি মূলত দুই প্রকার যেমন, স্কেলার বা অদিক রাশি এবং ভেক্টর বা দিক রাশি। যেসব ভৌত রাশি প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট তাদেরকে স্কেলার বা অদিক রাশি বলে। আবার যেসব ভৌত রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়টি প্রয়োজন তাদেরকে ভেক্টর বা দিক রাশি বলে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপ, কাজ ইত্যাদি প্রকাশ করার জন্য দিক দরকার হয় না। তাই এরা স্কেলার বা অদিক রাশি। আবার বেগ, ত্বরণ, সরণ, বল, তড়িৎ প্রাবল্য ইত্যাদির মান ও দিক উভয়ই আছে বলে এগুলো ভেক্টর রাশি।
এখানে যা শিখলাম–
রাশি কি?; রাশি কত প্রকার ও কি কি?; স্কেলার বা অদিক রাশি কাকে বলে?; ভেক্টর রাশি কাকে বলে