চকলেট ডে পিকচার ২০২১ , ছবি, পিক, ফটো ডাউনলোড 2021,
নতুন বছরের ৯ ফেব্রুয়ারি ২০২১ মাসে আপনার মনের মানুষকে, Chocolate Day রোমান্টিক ছন্দ পিকচার ফ্রি তে প্রদান করতে পারবেন। এই ছোট ছোট সুন্দর চকলেট ডের ওয়ালপেপার গুলো খুব সহজে আপনার প্রেমিক প্রেমিকা বন্ধু-বান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কে শেয়ার করতে পারবেন। ফেসবুক মেসেঞ্জারে Chocolate Day ছবি পোস্ট করতে পারেন। চকলেট ডের উক্তি গুলো ভাল লাগলে শেয়ার বা কমেন্ট করে জানাবেন
৭ ফেব্রুয়ারি= রোজ ডে।
৮ ফেব্রুয়ারি= প্রপোস ডে।
৯ ফেব্রুয়ারি= চকলেট ডে।
১০ ফেব্রুয়ারি= টেডি ডে।
১১ ফেব্রুয়ারি= প্রমিস ডে।
১২ ফেব্রুয়ারি=hug Day.
১৩ ফেব্রুয়ারি= কিস ডে।
১৪ ফেব্রুয়ারি= হ্যাপি ভেলেন্টাইনস ডে.

ওই পাগলী
কাল Chocolet Day!
আমি বাদে
অন্য কেউ তােমাকে
চকলেট দিতে এলে
মেরে তক্তা বানিয়ে দেব।
Chocolate Day

আজ বিশ্ব চকলেট ডে
তোমার কি মনে আছে?
মনে যদি নাই থাকে–
এসএমএস দিয়ে জানিয়ে দিলাম তোমাকে।
Chocolate Day

তোমার প্রিয় চকলেট
আর তোমার আমার
ভালোবাসা দিয়েই শুরু হোক
আজকের এই সুন্দর মুহূর্তটা
Chocolate Day

আমি একটা দিন চাই
Cadbury-তে ভরা।
আমি একটা রাত চাই
KitKat-এ ভরা।
আর একটা তোমার মত
সাথি চাই সবার চেয়ে সেরা।
Chocolate Day

লোকে বলে তোমার মুখটা
চকলেটের মত মিষ্টি,
কিন্তু তুমি আমার
কাছে Cadbury.
Chocolate Day

আজকের এই দিনে
বন্ধু তোমায় পড়ে মনে
চকলেট খেতাম দুজনে
ভাবছি এখন মনে মনে।
Chocolate Day

মিষ্টি মিষ্টি চকলেট দিয়ে
কেড়ে নিলে মন,
তােমায় দেখতে ব্যাকুল বন্ধু.
আমার দুনয়ন।
তোমার আমার ভালোবাসায়
থাকবে শুভ দৃষ্টি।
তোমার আমার সম্পর্ক
চকলেটের চেয়েও মিষ্টি।
চকলেট ডে পিকচার
