শুভ রাত্রি (subho ratri) শুভেচ্ছা বার্তা ২০২১
শুভ রাত্রি শুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস।
আপনি এই শুভ রাত্রি GIF ছবি গুলোকে শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও প্রিয়তমাকে শুভ রাত্রির শুভেচ্ছা জানাতে পারবেন।
আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায়
শুভ রাত্রি
রাত নিয়ে স্ট্যাটাস, রাত জাগা নিয়ে স্ট্যাটাস
কাজে কাজে দিন শেষ
ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাঁদ মামা আলো দিলো,
তুমি এখন ঘুমিয়ে পর।
শুভ রাত্রি
ভোরের এসএমএস,সকালের ভালবাসার sms পিকচার
Twinkles Twinkles লিটিল স্টার
সময় হলো ঘুমাও এবার।
মশার সাথে করো ফাইট,
আজকের মতো Good night
রাত হয় গভীর,
চোখে আসে ঘুম।
আকাশে ওঠে চাঁদ,
রাত্রী হয় নিঝুম।
সুন্দর স্বপ্ন তােমায়
করে ডাকাডাকি,
রাত্রি পেরিয়ে গেল,
স্বপ্ন দেবে ফাঁকি।
শুভ রাত্রি
রাত্রি মানে গভীর নেশা,
নতুন করে স্বপ্ন দেখার আশা।
রাত্রি মানে চোখটি মেলে
শুভ রাত্রি বলা।
শুভ রাত্রি
রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
শুভ রাত্রি


 
                            